irrfan khan

মার্কিন মুলুকে ইরফানের স্মৃতিচারণ, নামের বানানে ‘ইরিফ খান’ লিখে বিতর্কে উদ্যোক্তারা

‘মিনারি’ ছবির অভিনেতা স্টিভেন ইউয়িনের পদবীর বানানেও অক্ষরের অদলবদল চোখে পড়েছে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ১৩:৪৫
Share:

প্রয়াত অভিনেতা ইরফান খান

আমেরিকার ‘প্রোডিউসারস গিল্ড অ্যাওয়ার্ড’ বা পিজিএ-র ‘ইন মেমোরিয়াম’ বিভাগে স্মরণ করা হল প্রয়াত অভিনেতা ইরফান খানকে। কিন্তু তাঁর নামের বানানে ভুল করে বসেছেন পুরস্কার কর্তৃপক্ষ। ‘ইরফান খান’-এর বদলে লেখা হল ‘ইরিফ খান’। বিষয়টি চোখে পড়তেই সমালোচনা করে লেখালেখি চলছে নেটমাধ্যমে।

Advertisement

আমেরিকায় পিজিএ অনুষ্ঠিত হল বুধবার। ভার্চুয়াল এই অনুষ্ঠানের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে পৃথিবীর সমস্ত দেশের সে সব প্রয়াত শিল্পীদের সম্মানিত করা হয়, যাঁরা চলচ্চিত্র জগতে উল্লেখযোগ্য অবদান রেখে গিয়েছেন।

কেবল ইরফানের নামের ক্ষেত্রে নয়, ‘মিনারি’ ছবির অভিনেতা স্টিভেন ইউয়িনের পদবীর বানানেও অক্ষরের অদলবদল চোখে পড়েছে।

Advertisement

বলিউড ছাড়াও হলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন ইরফান। ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘লাইফ অব পাই’, ‘অ্যামেজিং স্পাইডার ম্যান’, ‘ইনফার্নো’, ‘আ মাইটি হার্ট’-এর মতো ব্লকবাস্টারে দেখা গিয়েছে তাঁকে।

গত বছর এপ্রিল মাসে মৃত্যু হয়েছে ইরফানের। ক্যান্সারের সঙ্গে দু’বছরের দীর্ঘ লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement