বলিউডের ‘রাগী যুবক’ অমিতাভ বচ্চন!
ধর্মেন্দ্র ব্যস্ত। দেব আনন্দ চান ছবিতে গান থাকুক। রাজকুমারের দাবি, শ্যুটিং করতে হবে হায়দরাবাদে। ছবির নায়ক খুঁজতে হন্যে হয়ে যাচ্ছিলেন প্রকাশ মেহরা। অতঃপর ‘জঞ্জির’-এর জন্য বাছাই অমিতাভ বচ্চন। কিন্তু জানেন কি, বিগ বি-কে নায়ক করার জন্য ব্যঙ্গ-কটাক্ষে ভেসে গিয়েছিলেন পরিচালক? সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের কাছে সে গল্প ফাঁস করলেন প্রকাশ-পুত্র পুনীত মেহরা।
পুনীত জানান, সে সময়ে অমিতাভ ফ্লপ ছবির নায়ক। একটি হিট-ও নেই ঝুলিতে। তাঁকেই কি না ছবির নায়ক করলেন প্রকাশ! পুনীত বলেন, ‘‘বাবাকে লোকে যাচ্ছেতাই গালিগালাজ করেছিল। এ-ও বলেছিল, বাবার নাকি ভীমরতি ধরেছে, তাই এমন ছবিতে এ রকম ব্যর্থ নায়ককে নিচ্ছে!’’
অমিতাভের তখন তেমন কোনও পরিচিতিই নেই বলিউডে। এমন অনামী অভিনেতাকে নায়ক হিসেবে কেন বাছাই করেছিলেন প্রকাশ?
পুনীত জানান, নায়ক খুঁজতে নাজেহাল প্রকাশকে অমিতাভের কথা বলেন প্রাণ। তিনিই বলেছিলেন ‘বম্বে টু গোয়া’ ছবিটা দেখতে। হয়তো সেখান থেকেই নায়কের খোঁজ পেতে পারেন প্রকাশ। এর পরে দু’জনে মিলেই ছবিটা দেখতে যান। পুনীতের কথায়, ‘‘প্রাণ সাহেব পরে বলেন, বাবা নাকি ছবির একটা দৃশ্য দেখতে দেখতে লাফিয়ে ওঠেন! চেঁচিয়ে ওঠেন, ‘পেয়ে গেছি!’ তার পরেই অমিতাভকে নায়ক করেন বাবা।’’
বাকিটা ইতিহাস। ‘জঞ্জির’-এই জন্ম হয় ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর। যে রাগী যুবক তার পর বেশ কয়েক দশক শাসন করবেন বলিউড!
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।