কান-এর মঞ্চে পায়েল
তাঁকে শাস্তি দিয়েছিল যে ইনস্টিটিউট, সেই সংস্থাই আজ তাদের ছাত্রীকে নিয়ে গর্বিত। কথা হচ্ছে পায়েল কাপাডিয়াকে নিয়ে, যাঁর তথ্যচিত্র ‘আ নাইট অব নোয়িং নাথিং’ কান চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কার পেয়েছে এ বার। তার সঙ্গে প্রকাশ্যে এসেছে পায়েলের ছাত্রজীবনের এক অদ্ভুত ঘটনা। তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ছাত্রী। ২০১৫ সালে অভিনেতা গজেন্দ্র চৌহান এফটিআইআই-এর চেয়ারম্যান নির্বাচিত হলে প্রতিবাদ করেন ছাত্রছাত্রীরা। ক্লাস বয়কট থেকে মিছিল... আন্দোলনে শামিল হয়েছিলেন পায়েলও, যার জেরে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়। তাঁর স্কলারশিপও বাতিল করা হয়। এ ছাড়া সংস্থার ডিরেক্টর প্রশান্ত পাথরবেকে ঘেরাও করার অভিযোগে পায়েলের নামে এফআইআর করা হয়েছিল। তবে ২০১৭ সালে তাঁর শর্ট ফিল্ম ‘আফটারনুন ক্লাউডস’ কান-এ প্রদর্শিত হলে, তৃতীয় বর্ষের এই কৃতী ছাত্রীর উৎসবে যাওয়ার খরচ বহন করেছিল এফটিআইআই।