Payal Ghosh

অনুরাগ বিতর্কে রিচার কাছে ক্ষমা চাইলেন পায়েল

বম্বে হাইকোর্টে পায়েলের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রিচা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ১৬:২৩
Share:

—ফাইল চিত্র।

অনুরাগ কশ্যপকে নিয়ে বিতর্কে তাঁর নাম টেনে এনেছিলেন। তার জন্য অভিনেত্রী রিচা চাড্ডার কাছে ক্ষমা চাইলেন পায়েল ঘোষ। বম্বে হাইকোর্টে পায়েলের বিরুদ্ধে ১কোটি ১০ লক্ষ টাকার মানহানির মামলা করেছিলেন রিচা। অযথা তাঁকে কালিমালিপ্ত করায় পায়েলকে ক্ষমা নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছিলেন। বেশ কিছু দিন তা নিয়ে টালবাহানার পর অবশেষে ক্ষমা চেয়ে নিয়েছেন পায়েল। তবে ভবিষ্যতে রিচা যে তাঁর বিরুদ্ধে অপরাধ মামলা করবেন না, কাগজে কলমে সেই প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন বলে জানিয়েছেন বঙ্গতনয়া।

পায়েল তাঁর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন বলে সোমবার সকালে টুইট করেন রিচা। একটি ওয়েবপোর্টালের টুইটার হ্যান্ডলের স্ক্রিনশট শেয়ার করে লেখেন ‘ডান’। এ নিয়ে রিচা সবিস্তারে কিছু না বললেও বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রিচা ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন না, এই শর্তেই ক্ষমা চেয়েছেন পায়েল।

গোটা বিতর্কে শুরু থেকেই রিচার পাশে ছিলেন তাপসী পান্নু। ক্ষমা চাওয়ার কথা জানতে পেরে রিচার উদ্দেশে তিনি লেখেন, ‘নিঃশর্ত ক্ষমাতেও কিছু শর্ত ঢোকানো হয়েছে। কী আর বলব বোন। কিন্তু জোরদার লড়াই করেছো তুমি’।

Advertisement

আরও পড়ুন: নামী হোটেলে নিভৃত সময় কাটানো থেকে বিদেশে পার্টি, তার পরেও কেন ভেঙে গেল শাহিদ-সানিয়া প্রেম​

তাপসীর এই মন্তব্যে শোরগোল পড়ে যায় টুইটারে। নেটিজেনদের একাংশ দাবি করেন, মিথ্যে বলে ধরা পড়ে গিয়েছেন। তাই রিচার সামনে ওই শর্ত রাখেন পায়েল, যাতে ভবিষ্যতে এ নিয়ে বিপদে না পড়তে হয় তাঁকে।

Advertisement

আরও পড়ুন: রাইমা-প্রিয়ঙ্কার নতুন প্রেম! সরগরম টলিপাড়া​

নেটাগরিকদের কটাক্ষের মুখে পড়ে শেষমেশ মুখ খোলেন পায়েলও। আইনি নথিপত্র তুলে ধরে তিনি জানান, রিচা তাঁর শর্ত মেনে নিয়েছেন বলেই বিষয়টি মিটমাট হয়ে গিয়েছে। দু’পক্ষের সম্মতিতেই মীমাংসা হয়ে গিয়েছে। তাই কেউ জেতেননি, আবার কেউ হারেননি। তবে পায়েল সাফাই দিলেও, কটাক্ষের ঝড় থামেনি।

অন্য দিকে, কামাল আর খানকেও আদালতে টেনে নিয়ে গিয়েছিলেন রিচা। ভবিষ্যতে রিয়াকে নিয়ে কামাল কোনও কুমন্ত্ব্য করবেন না বলে আদালতে জানিয়েছেন তাঁর আইনজীবী। খুব শীঘ্র এই মর্মে তাঁর মক্কেল একটি বিবৃতিও প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement