Parineeti Chopra

Bollywood: ছবির এই ছোট্ট মেয়েটি একই সঙ্গে নায়িকা এবং গায়িকা, চিনতে পারছেন এঁকে?

ক্যামেরার দিকে হাসি মুখে তাকিয়ে থাকা এই মেয়েটিকে চিনতে পারছেন? ইনি এই মুহূর্তে বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে এক জন। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ২৩:৪২
Share:

পরিণীতি চোপড়া।

ক্যামেরার দিকে হাসি মুখে তাকিয়ে থাকা এই মেয়েটিকে চিনতে পারছেন? ইনি এই মুহূর্তে বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে এক জন।

Advertisement

বিষয়টি আরও একটু সহজ করে দিতে কয়েকটি সূত্র দেওয়া হল।

প্রথম সূত্র: ২০১১ সালে রণবীর সিংহের ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি।

Advertisement

দ্বিতীয় সূত্র: এই অভিনেত্রীর তুতো দিদি বলিউডের সঙ্গেই হলিউডেও নিজের জায়গা তৈরি করেছেন।

তৃতীয় সূত্র: অভিনয়ের সঙ্গে তিনি ভাল গানও গাইতে পারেন। নিজের ছবিতে গান গেয়েছেন তিনি।

চতুর্থ সূত্র: অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভাল ছাত্রী। একাধিক ডিগ্রিও রয়েছে এই অভিনেত্রীর।

এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন ছবির এই বাচ্চা মেয়েটি প্রিয়ঙ্কা চোপড়ার বোন অভিনেত্রী পরিণীতি চোপড়া। বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছোটবেলার এই ছবিটি পোস্ট করেছেন তিনি। চলতি বছরে রিভু দাশগুপ্তর ‘গার্ল অন দ্য ট্রেন’ এবং দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের চরিত্রেও অভিনয় করেছেন পরিণীতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement