Parineeti Chopra-Raghav Chadha Wedding

ভাইয়ের ঘর ভেঙেছে, তাই কি প্রিয়ঙ্কার বোন পরিণীতির বিয়েতে আসবেন না জামাইবাবু নিক!

পরিণীতি-রাঘবের বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দেশ-বিদেশ থেকে অতিথিরা এলেও শ্যালিকার বিয়েতে আসছেন না জামাইবাবু নিক!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৫
Share:

(বাঁ দিক থেকে) প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনাস, পরিণীতি চোপড়া। গ্রাফিক : সনৎ সিংহ।

আগামী ২৪ সেপ্টেম্বর উদয়পুরের রাজকীয় হোটেলে বসছে পরিণীতি চোপড়া-রাঘব চড্ডার বিয়ের আসর। রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধার আগে দিল্লিতেই শুরু হচ্ছে হবু দম্পতির বিয়ের অনুষ্ঠান। অন্য দিকে উদয়পুরের হোটেলে প্রস্তুতিপর্ব নাকি তুঙ্গে। দেশ-বিদেশ থেকে অতিথিরা আসবেন তাঁদের বিয়েতে। তবে আসতে পারবে না পরিণীতির প্রিয় মিমিদিদির স্বামী জামাইবাবু নিক জোনাস। যদিও শ্যালিকার সঙ্গে সম্পর্ক ভীষণ ভাল, তবু আসতে পারছেন না নিক। নেপথ্যে কি ভাই জো জোনাসের বিবাহবিচ্ছেদ?

Advertisement

গত ১৩ মে দিল্লির কপূরথলা হাউসে ধুমধাম করে বাগ্‌দান সারেন অভিনেত্রী। সেই সময়ও একাই আসেন প্রিয়ঙ্কা চোপড়া। সে বারও দেখা মেলেনি নিকের। মাত্র এক দিনের জন্য আসেন প্রিয়ঙ্কা। তবে এ বার একা নয়, প্রিয়ঙ্কার সঙ্গে থাকবে তাঁর মেয়ে মালতীও। এই নিয়ে মালতীর দ্বিতীয় বার ভারত ভ্রমণ। তবে সঙ্গে থাকছেন না বাবা। আসলে নিক এই মুহূর্তে দুই ভাই জো ও কেভিনের সঙ্গে মিউজিক্যাল ট্যুরে বেরিয়েছেন। পরিণীতির বিয়ের ‘ওয়েলকাম লাঞ্চ’-এর দিন অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠান রয়েছে। সে দিন গাইবেন নিক। তার পর মাঝে এক দিনের বিরতি অর্থাৎ ২৪ সেপ্টেম্বর অভিনেত্রীর বিয়ের দিন ছুটি। কিন্তু তার ঠিক পরের দিন ২৫ তারিখে রয়েছে পিটসবার্গে নিকের শো। সব মিলিয়ে এক দিনের ব্যবধানে হয়তো ভারত আসাটা সম্ভব হবে না প্রিয়ঙ্কার স্বামীর।

মুম্বই থেকে ইতিমধ্যেই দিল্লিতে এসে পৌঁছেছেন পরিণীতি। দিল্লি বিমানবন্দরে রাঘবের সঙ্গে দেখা গিয়েছিল পরিণীতিকে। চিত্রগ্রাহীদের ক্যামেরার সামনে নীল শার্ট পরে ধরা দিয়েছিলেন যুগল। পরিণীতির মাথায় ছিল রাঘবের নামের আদ্যক্ষর ‘আর’ লেখা একটি টুপি। বেশ হাসিখুশি মেজাজেই দেখা গিয়েছিল যুগলকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement