Sidharth Malhotra-Kiara Advani

সন্তান ভূমিষ্ঠ হতে দেরি আছে, তার আগেই কোন সিদ্ধান্ত নিয়ে ফেললেন সিদ্ধার্থ-কিয়ারা?

সিদ্ধার্থ গোটা সময়টাই স্ত্রী কিয়ারাকে দিতে চান। এর মাঝেই হবু সন্তানের জন্য নতুন এক পদক্ষেপ করলেন দম্পতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ২০:৪০
Share:
Parents To be Kiara Advani Sidharth Malhotra buy a new house in Mumbai

হবু সন্তানের জন্য নতুন এক পদক্ষেপ সিড-কিয়ারার। ছবি: সংগৃহীত।

গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী, এ বার দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এই মুহূর্তে নতুন কোনও কাজ হাতে নেননি সিদ্ধার্থ। গোটা সময়টাই স্ত্রী কিয়ারাকে দিতে চান। এর মাঝেই হবু সন্তানের জন্য নতুন এক পদক্ষেপ করলেন সিড-কিয়ারা।

Advertisement

বুধবার (২৬ মার্চ) কিয়ারা এবং সিদ্ধার্থ মুম্বইয়ে বাড়ি খুঁজতে বেরোন। যদিও ছবিশিকারিদের দাবি, তাঁরা ইতিমধ্যেই বাড়িটি কিনে ফেলেছেন। নতুন বাড়ির অন্দরসজ্জার দায়িত্বে রয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। তাঁদের সঙ্গে গৌরীকে দেখামাত্রই শুরু হয়েছে জল্পনা, তা হলে হবু সন্তানের ঘরের সাজসজ্জার দায়িত্ব গৌরীকে দিতে চান তারকা দম্পতি! নিমেষে ছড়িয়ে যায় এই ভিডিয়ো। এ দিন কিয়ারার পরনে ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের জামা। সিদ্ধার্থকে জলপাই রঙের কার্গো প্যান্ট এবং নীল শার্ট পরতে দেখা যাচ্ছে। দু’জনেরই মুখে ছিল মাস্ক। কিয়ারার ওজন খানিকটা বৃদ্ধি পেয়েছে বলেই মত অনুরাগীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement