Virat Kohli

রেস্তরাঁর সামনে বিরাট বিভ্রাট! এ বার অনুষ্কাকে নিয়ে কোন রসিকতার জবাব দিলেন কোহলি?

আইপিএল-এর মরসুমে বিরাটের খেলা দেখতে গ্যালারিতেই কাটছে অনুষ্কার। বিরাট যেখানে খেলতে যান, অনুষ্কাও বরাবরই যান তাঁর সঙ্গে। এ নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে বিস্তর, তবে বিরাটের জবাব স্পষ্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৩ ০৭:৫৩
Share:

বিরাট যেখানে খেলতে যান অনুষ্কাও বরাবরই যান তাঁর সঙ্গে, যদি না শুটিংয়ের কাজ পড়ে। ছবি—সংগৃহীত

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ক্রিকেটবাহিনীর সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে ছিলেন অভিনেত্রী স্ত্রী, অনুষ্কা শর্মা। আলোকচিত্রীদের অনুরোধে রেস্তরাঁর বাইরে বেরিয়ে এসে ক্যামেরায় পোজ় দিতে হল দম্পতিকে। কেউ এক জন সে সময় অনুষ্কাকে ‘স্যর’ বলে সম্বোধন করেন। এতে বাকিরা হেসে ওঠেন। অনুষ্কা কেমন করে স্যর বা মহাশয় হবেন!

Advertisement

কোনও এক চিত্রগ্রাহকের এই ভুলে রসিকতার সুযোগ ছাড়েন না বিরাটও। তিনি পাল্টা মন্তব্য করেন, “আমাকেও ‘ম্যাম’ ডেকে ফেলুন বরং।” কালো প্যান্টের উপর জংলা ছাপ শার্টে বিরাট আগেই অনুরাগীদের মন কেড়েছিলেন। অনুষ্কার পরনে এ দিন ছিল সাদা স্ট্রাইপ টপ এবং সাদা প্যান্ট। একটি ভিডিয়োতে দেখা যায় রেস্তরাঁর বাইরে দাঁড়িয়ে আছেন দম্পতি। তখনই চিত্রগ্রাহকের ভুলে সেই মজাদার ঘটনা ঘটে। যদিও ক্ষমা চেয়ে নেন সেই চিত্রগ্রাহক। সেই ভিডিয়ো ভাইরাল হতে হাসির ফোয়ারা ছোটে নেটদুনিয়াতেও। রাশি রাশি হাসির মন্তব্য জমা হয়। অনেকেই হাসির ইমোজি দিয়ে মন্তব্যে লেখেন, “অনুষ্কা স্যর! বেশ ভাল তো”।

মঙ্গলবার আরসিবির সঙ্গে মুম্বই ইন্ডিয়ানস-এর হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। আইপিএল-এর মরসুমে বিরাটের খেলা দেখতে গ্যালারিতেই কাটছে অনুষ্কার। বিরাট যেখানে খেলতে যান অনুষ্কাও বরাবরই যান তাঁর সঙ্গে, যদি না শুটিংয়ের কাজ পড়ে। এ নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে বিস্তর, তবে বিরাট সাফ জানান, স্ত্রী এবং কন্যা তাঁর চালিকাশক্তি। পরিবার মাঠে থাকলে বিরাট খেলার উৎসাহ পান। শুধু তা-ই নয়, বিয়ের আগে থেকেই অনুষ্কা বিরাটের খেলা দেখতে মাঠে যেতেন। বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৭ সালে ইটালিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান করে চারহাত এক হয় যুগলের। ২০২১ সালে জন্ম নিয়েছে তাঁর প্রথম সন্তান, ভামিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement