রিসেপশনে পাওলি ও অর্জুন।
রবিবার গুয়াহাটিতে গ্র্যান্ড রিসেপশন হয়ে গেল পাওলির। অনুষ্ঠানে হাজির ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। পাওলির তরফে গিয়েছিলেন নায়িকার বাবা-মা ভাই এবং ঘনিষ্ঠ আত্মীয়রা।
গত ৪ ডিসেম্বর টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম বিয়ে করেছেন গুয়াহাটি নিবাসী পাত্র অর্জুন দেবকে। তবে সেলেব বিয়ে বলতে যা বোঝায়, তার চেয়ে একটু আলাদা ছিল পাওলি-অর্জুনের বিবাহ আসর। জৌলুস ছিল, কিন্তু চাকচিক্যের বাহুল্য ছিল না। শুরু থেকে শেষ, বাঙালিয়ানাই এই বিয়ের ইউএসপি ছিল।
বিয়ের পরদিনই বর-কনে পাড়ি দেন গুয়াহাটির উদ্দেশে। সেখানকার এক পাঁচতারা হোটেলে রবিবার বসেছিল রিসেপশনের আসর।
বিয়ের দিন একেবারেই ট্র্যাডিশনাল লাল বেনারসিতে সেজেছিলেন পাওলি। সোনার গয়না, মুকুটে একেবারেই বাঙালি লুক ছিল কনের। তবে রিসেপশনে স্বাদবদলে নায়িকার সাজে ছিল অন্য ছোঁয়া। আগে থেকে বেছে রাখা লাল ও সোনালি রঙের পৈঠানি সিল্ক পরেছিলেন পাওলি। চুল খোলা রেখেছিলেন নায়িকা। আর অর্জুন পরেছিলেন রোহিত বালের ডিজাইন করা শেরওয়ানি।
নবদম্পতির সঙ্গে বিশিষ্টরা। অর্জুনের পাশে মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা।
আরও পড়ুন, এই বিশেষ কারণেই কি ১২ ডিসেম্বর ‘বিয়ে’ করছেন অনুষ্কা?
আরও পড়ুন, ইতালির এই গ্রামেই বিয়ে করছেন বিরাট-অনুষ্কা! দেখুন ফোটো অ্যালবাম
পাওলির জন্য হানিমুন ডেস্টিনেশন নাকি অর্জুনের তরফে বিগ সারপ্রাইজ রয়েছে। নতুন গিন্নিকে খুশি রাখার পাসওয়ার্ড যে অর্জুন ভাল রকমই জানেন, এটা থেকে সেটা বেশ বোঝা যাচ্ছে!
ছবি সৌজন্যে, পিএসএস এন্টারটেনমেন্টস