পল্লবীর মৃত্যুতে হতবাক ভরত কল
শ্যুটিঙের সেটে যে মেয়ে সব সময় হাসিখুশি, পর পর কাজ পাচ্ছিলেন যিনি, তিনি কী করে আত্মহত্যা করলেন! অভিনেত্রী পল্লবী দের অস্বাভাবিক মৃত্যুতে হতবাক সহ-অভিনেতা ভরত কল। রবিবার সকালে গ়ড়ফার আবাসন থেকে উদ্ধার হয়েছে পল্লবীর ঝুলন্ত দেহ। এই খবর শুনে স্তব্ধ গোটা টলিপাড়া। পল্লবীর মতো প্রাণবন্ত মেয়েও যে আত্মহত্যা করতে পারেন, তা বিশ্বাসই করতে পারছেন না ভরত। বললেন, ‘‘ওর মতো মেয়ে হঠাৎ করে কেন আত্মহননের পথ বেছে নিলেন, তা তদন্ত করে দেখা উচিত। আদৌ কোনও ফাউলপ্লে হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে হবে।’’
পল্লবী ভরতের সহ-অভিনেত্রী তো বটেই, তাঁর মেয়ের বন্ধুও। দিন তিনেক আগেই ভরতের মেয়ের জন্মদিন পার্টিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন পল্লবী। এই কথা জানিয়ে ভরত বলেন, ‘‘পল্লবী কাজের দিক দিয়ে ভীষণই পেশাদার। সারা ক্ষণ সেট মাতিয়ে রাখত। শুধু তাই নয়, গত তিন বছর ধরে পল্লবী ইন্ডাস্ট্রিতে কাজ করছিল। পর পর কাজও পাচ্ছিল। তা হলে কী এমন হল যে ওকে আত্মহত্যা করতে হল! এক বারও বাবা, মায়ের কথা ভাবল না?’’
এর পরেই তদন্তের দাবি তুলে ভরত বললেন, ‘‘ব্যক্তিগত জীবনে কোনও ফাউলপ্লে হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা উচিত। মৃত্যুর কারণ কী, কেন আত্মহত্যা করতে হল, তা আমাদের সকলের জানা উচিত। একটা মেয়ে তিন বছর ধরে কাজ করছে, পর পর কাজ পাচ্ছে, ওর কী মেন্টাল প্রবলেম (মানসিক সমস্যা) হল, জানি না। আমাদের ভিতরে কী চলছে, তা সব চেয়ে বেশি জানা যায় মেক আপ রুমে। সেখানে যে এত হাসিখুশি, সে কেন আত্মহত্যা করল!’’
‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফা-র চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী। এই চরিত্রের জন্য তিনি জনপ্রিয়ও হয়ে ওঠেন। তার আগে ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকেও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। টলিউডে পল্লবীর যাত্রা খুব বেশি দিন হয়নি। ‘কুঞ্জছায়া’ নামে একটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন। বর্তমানে পল্লবী নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন ‘মন মানে না’ ধারাবাহিকে। রবিবার সকালেই গড়ফার ফ্ল্যাট থেকে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন তাঁর সঙ্গী। তিনিই পুলিশকে খবর দেন। পুলিশ অভিনেত্রীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।