পাকিস্তানে ‘ক্যালেন্ডার গার্লস’এর ওপর ফতোয়া

প্রায় তিন বছর পর ফের পরিচালনার কাজে হাত দিলেন মধুর ভান্ডারকর। তাঁর আসন্ন ছবি ‘ক্যালেন্ডার গার্লস’। ছবিতে মূল চরিত্রে রয়েছেন পাঁচ জন মডেল। তাঁরা সকলেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নবাগত। ‘ক্যালেন্ডার গার্লস’-দের ভাগ্য নির্ধারণ আগামী হবে ২৫ সেপ্টেম্বর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫০
Share:

প্রায় তিন বছর পর ফের পরিচালনার কাজে হাত দিলেন মধুর ভান্ডারকর। তাঁর আসন্ন ছবি ‘ক্যালেন্ডার গার্লস’। ছবিতে মূল চরিত্রে রয়েছেন পাঁচ জন মডেল। তাঁরা সকলেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নবাগত। ‘ক্যালেন্ডার গার্লস’-দের ভাগ্য নির্ধারণ আগামী হবে ২৫ সেপ্টেম্বর। কিন্তু তার আগেই পাকিস্তানে ওই ছবি মুক্তির ওপর ফতোয়া জারি করেছে পাক সরকার। কারণ, সরকার মনে করছে, ছবিতে এমন কিছু সংলাপ রয়েছে যার জন্য গোটা বিশ্বের কাছে পাকিস্তানের মাথা হেঁট হয়ে যাবে।

Advertisement

কী সেই সংলাপ? ছবিতে বলা হয়েছে, ‘‘পাকিস্তানি মেয়েরা বিশ্বের সব জায়গার মেয়েদের মতোই সাহসী কাজকর্মে অভ্যস্ত। কখনও কখনও বাকিদের তুলনায় বেশি সাহসী কাজও তাঁরা করেন।’’ সরকার মনে করছে, এই সংলাপের মাধ্যমে পাক সংস্কৃতি এবং সে দেশের মেয়েদের অপমান করা হয়েছে। বিশ্বের কাছে পাকিস্তানের সম্মানকে ছোট করা হয়েছে। যদিও পাক সরকারের এই সিদ্ধান্ত জানার পর এখনও পরিচালক বা প্রযোজকের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। এক মাসের মধ্যেই ‘ফ্যান্টম’ এবং ‘ক্যালেন্ডার গার্লস’ পর পর দু’টি ভারতীয় ছবি মুক্তির ওপর ফতোয়া জারি হল পাকিস্তানে।

তবে পরিচালক এটা পরিষ্কার করে জানিয়েছেন, তাঁর আগের ছবি ‘ফ্যাশন’এর সঙ্গে ‘ক্যালেন্ডার গার্লস’-এর কোনও মিল নেই। বরং বিজয় মাল্যর ক্যালেন্ডার থেকেই গল্পের প্রথম আইডিয়া পেয়েছিলেন তিনি। মধুরের কথায়, ‘‘ক্যালেন্ডার গার্লরা আমাদের সঙ্গে বছরে ৩৬৫ দিন থাকে। তার পর তাঁদের কী হয় আমরা কিন্তু খবর রাখি না।’’ কিন্তু এ ছবি কতটা বক্স অফিসে সাফল্য পাবে? মধুর বলেছেন, ‘‘আমি ১০০ কোটির ছবি তৈরি করি না। সবারই একটা কমফর্ট জোন থাকা দরকার। বাস্তব ঘটনার ওপর ছবি বানাতে আমার ভাল লাগে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement