Neha Dhupia

Neha-Angad: বিয়ের তারিখে নেহাকে চুমু খেয়ে অঙ্গদ বললেন, ‘তখন অর্থকষ্টে ভুগতাম, ভেবে খরচ করো’

অঙ্গদ জানান নেহার সঙ্গে চার বছরের দাম্পত্যে তাঁদের হাসি-কান্না-ঝগড়া-চিৎকার সব কিছু উপভোগ করেন তিনি।নেহাই তাঁর জীবন। অঙ্গদ ভাল লাগার মুহূর্ত ভাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আবার নেহাকে সতর্কও করেন। তিনি জানান কয়েক বছরে তাঁরা সংসারের জন্য অনেক বেশি খরচ করেছেন। এ বার তাঁদের বুঝেশুনে চলা উচিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৮:১৬
Share:

অঙ্গদ-নেহার বিবাহবার্ষিকী

বিয়ের চার বছরের জন্মদিন। অঙ্গদ বেদী আর নেহা ধুপিয়া নেটমাধ্যমে অনুরাগীদের সঙ্গে সেই খবর ভাগ করে নিলেন। অঙ্গদ আবেগ নিয়ে লিখলেন নেহাকে, “অভিনন্দন মিসেস বেদী। চার বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। আজও আমরা একসঙ্গে। চার বছর আগে আমার জীবনে পয়সা ছিল না। তুমিও ছিলে না। আমাদের দুই সন্তানদের নিয়ে এখন আমাদের সুন্দর জীবন কাটছে।” নেহাও অঙ্গদকে নেটমাধ্যমে তাঁর ভালবাসার কথা জানিয়েছেন।

অঙ্গদ জানান নেহার সঙ্গে চার বছরের দাম্পত্যে তাঁদের হাসি-কান্না-ঝগড়া-চিৎকার সব কিছু উপভোগ করেন তিনি।নেহাই তাঁর জীবন। অঙ্গদ ভাল লাগার মুহূর্ত ভাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আবার নেহাকে সতর্কও করেন। তিনি জানান কয়েক বছরে তাঁরা সংসারের জন্য অনেক বেশি খরচ করেছেন। এ বার তাঁদের বুঝেশুনে চলা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement