সুহোত্র মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
জন্মদিনে যে কোনও তারকারই নিজস্ব কিছু পরিকল্পনা থাকে। সেই ভাবেই বিশেষ দিনটি কাটাতে চান তাঁরা। কিন্তু অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায় কোনও বছরই আলাদা করে জন্মদিন উদ্যাপন করা পছন্দ করেন না। ১৮ অক্টোবর মঙ্গলবার অভিনেতার জন্মদিন। বিশেষ দিনটি কী ভাবে কাটছে অভিনেতার, জানালেন আনন্দবাজার অনলাইনের কাছে।
মঙ্গলবার সকাল থেকেই শুটিং ফ্লোরে সুহোত্র। কারণ একেনবাবুর নতুন ওয়েব সিরিজ়ের শুটিং প্রায় শেষ পর্বে। বুধবার পঞ্চমীতেই ‘টুংকুলুং-এ একেন’ নামের এই সিরিজ়ের শুটিং শেষ হওয়ার কথা। তাই সেটে কারও দম ফেলার সময় নেই। কিন্তু তার মধ্যেও ইউনিটের সদস্যরা কেক কেটে অভিনেতার জন্মদিন পালন করেছেন বলে জানালেন সুহোত্র। বুধবার কী পরিকল্পনা তাঁর? সুহোত্র বললেন, ‘‘হয়তো তাড়াতাড়ি প্যাক আপ হবে। তার পর পারলে বন্ধুদের সঙ্গে দেখা করব। কিন্তু বাড়ি ফিরে ঘুমোতে চাই। কাজের চাপে এর মধ্যে ভাল ঘুম হয়নি।’’
জন্মদিনে শুটিং ফ্লোরে ইউনিটের সদস্যদের সঙ্গে সুহোত্র। ছবি: সংগৃহীত।
এই বছর পুজোর মধ্যে জন্মদিন পড়বে, কয়েক দিন আগেও সেটা সুহোত্রকে ভাবায়নি। তবে জন্মদিনে শুটিং করছেন, এই বিষয়টা অভিনেতার ভাল লাগছে। বললেন, ‘‘কাজের মধ্যে দিনটা কাটছে। এর থেকে ভাল আর কী হতে পারে!’’ একই সঙ্গে কথাপ্রসঙ্গে দু’বছর আগের এক তিক্ত অভিজ্ঞতার গল্প শোনালেন সুহোত্র। সে বারও জন্মদিনের দিন শুটিংয়ে যাবেন বলে বাড়ি থেক বার হন অভিনেতা। কিন্তু শুটিং ফ্লোরে পৌঁছনোর আগেই মোটরবাইক দুর্ঘটনার শিকার হন সুহোত্র। বললেন, ‘‘বাইক থেকে পড়ে গিয়ে পায়ে চোট পাই। এখনও সেই দিনটা মনে আছে। ভাগ্যক্রমে এই বছর জন্মদিনটা ভালই কাটছে।’’
শুটিং তো শেষ হবে। তবে পুজোয় কী পরিকল্পনা অভিনেতার? পর্দার ‘বাপিবাবু’ বললেন, ‘‘বহু দিন হয়ে গেল, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে আর ঠাকুর দেখা হয় না। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েই সময় কাটবে। আর ইচ্ছে আছে, এক দিন গাড়ি চালিয়ে শহরের বাইরে কোথাও একটু ঘুরে আসার। তবে সবটাই সময়ের উপর নির্ভরশীল।’’