স্বাধীনতা দিবস উদযাপনে সামিল টলিউড। —নিজস্ব চিত্র।
স্বাধীনতার ৭৪ বছর। সত্যিই স্বাধীন আমরা? কী বলছেটলিউড তারকাদের সোশ্যাল পেজ?
দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার উপর পূর্ণ আস্থা সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানের। সোশ্যালেও সেই ছাপ স্পষ্ট। বন্দে মাতরম আবহে আজকের দিনে তাঁর আবেগ স্পষ্ট ক্যানভাস, তুলিতে, গেরুয়া-সাদা-সবুজে। হাতের ওই তিন রঙের চুড়িতে। গিটারের সুরের মূর্চ্ছনায়।
সৃজিত-রফিয়াত রশিদ মিথিলার বিয়ে মিলিয়েছে গঙ্গা-পদ্মাকে। স্ত্রী-কন্যা নিয়ে পরিচালক বাংলাদেশে বঙ্গবন্ধু ভবন দেখতে গিয়েছিলেন। সেই ছবি, দুই সীমান্তে রাখা তাঁর দুই পা স্বাধীনতা দিবসের অন্য মানে বুঝিয়েছে। ক্যাপশনে সৃজিত স্বতঃস্ফূর্ত, দেশভাগের পর দ্বেষ পুষে সীমান্ত পেরিয়েছিলেন বহু জন। দু’টি মানুষ সম্প্রতি একই কাজ করেছেন শুধু ভালবাসার তাগিদে।
আরও পড়ুন: সীমান্ত-চ্যালেঞ্জের জবাব দিতে জানে ভারত, মোদীর নিশানায় চিন-পাকিস্তান
জয়া আহসান স্মরণ করেছেন বঙ্গবন্ধুকে। দেশভাগের পর মাতৃভাষার সম্মান রাখতে বাংলাদেশের মাটি ভিজেছিল শেখ মুজিবুর রহমান-সহ ওপার বাংলারবহু‘ভাই’-এর রক্তে। বঙ্গবন্ধুর শ্বেতপাথরের মূর্তিতে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে জয়ার উপলব্ধি, ‘‘ধানমন্ডির বাড়িতে বুকের রক্ত ঢেলে তাঁকে চলে যেতে হলো। পথভ্রষ্ট কিছু হত্যাকারী শারীরিকভাবে তাঁকে হত্যা করেছে। কিন্তু তিনি বেঁচে আছেন ইতিহাসে, বাঙালির এগিয়ে যাওয়ার অদম্য উদ্যোগে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা…।’’
বার্তা দিলেন আবির।
দেশের স্বাধীনতা পা রাখল ৭৪ বছরে। রবীন্দ্রনাথ ঠাকুরের পংক্তি থেকেপরমব্রত লিখলেন, ‘‘কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা...দিবে আর নিবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরতীরে।’’
অন্য দিকে প্রিয়াঙ্কা সরকার ছেলে সহজের সঙ্গে ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন মুক্তির আনন্দ।
প্রিয়াঙ্কার কোলে ছেলে সহজ। হাতে জাতীয় পতাকা।
আবার ইউটিউবে শ্রীলেখা মিত্র বলছেন, ‘‘আজ স্বাধীনতা দিবস বা স্বাধীনতা পুজো। সবার মনের মধ্যেই জাতীয়তাবাদ, দেশাত্মবোধ ভুরভুর করে বেরিয়ে আসার দিন। সেই অমোঘ মুহূর্ত যার প্রত্যাশায় বহু স্বাধীনতা সংগ্রামী, ভারতীয় সৈনিক, সাধারণ মানুষ বলিদান দিয়ে গেছেন। কেউ ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছেন। কেউ হারিয়ে গেছেন কালের গর্ভে। আজ, ১৫ অগস্ট ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ৭৩ বছরে কতটা স্বাধীন আমরা?’’
অর্থাৎ, সত্যিই দেশবাসী স্বাধীন কিনা তাই নিয়ে দ্বন্দ্ব রয়েছে অভিনেত্রীর মনে।