প্রসেনজিৎ, দেব, মধুরিমা, অনির্বাণ এবং অপরাজিতা
বড় ঘোষণা! অনেক চরাই-উৎরাই পেরিয়ে ২০২১-এ রৌপ্যজয়ন্তী অর্থাৎ ২৫ বছরে পা রেখেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম। সমান্তরাল, বাণিজ্যিক-সহ সব ধরনের ছবি মজুত প্রযোজনা সংস্থার ঝুলিতে। একাধিক জাতীয় পুরস্কার তাদের মুঠোবন্দি। কিন্তু, অতিমারিতে উদ্যাপন সম্ভব নয়। তাই রুপোলি দুনিয়ার আলো গায়ে মেখেই সোমবার সংস্থা উদ্যাপন সারল তাদের আগামী ৫ ছবির নাম ঘোষণা করে।
তালিকায় রয়েছে তাবড় পরিচালকদের তৈরি বড় বাজেটের ছবি। গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘সাইকো’ ছবিটি। লকডাউনের ফলে এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। আনিষ্ঠানিক ভাবে নামবদল হয়ে ছবির নতুন নাম ‘মুখোশ’। অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী সহ বহু জনপ্রিয় অভিনেতা। সব ঠিক থাকলে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৩ অগস্ট। তালিকায় রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ‘এক্স ইক্যুয়াল টু প্রেম’, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’, মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’।
আগামী ৫ ছবির নাম ঘোষণা করল এসভিএফ।
কবে, কোন ছবি মুক্তি পাবে? সংস্থার ঘোষণা অনুযায়ী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত সৃজিতের ‘কাকাবাবু’ মুক্তি পাবে বড়দিনের আগের দিন, ২৪ ডিসেম্বর। ‘এক্স ইক্যুয়াল টু প্রেম’ মুক্তি পাবে আগামী বছর, ২০২২-এর ৪ ফেব্রুয়ারি। দেব-ইশা সাহা-অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ফুটবলের জনক নগেন্দ্র সর্বাধিকারী জীবনী ছবি ‘গোলন্দাজ’ মুক্তি পাবে ১০ অক্টোবর। বাকি অপরাজিতা আঢ্য-সৌরসেনী মৈত্র-অনন্যা সেন অভিনীত মৈনাকের ‘একান্নবর্তী’। ছবিটি মুক্তি পাবে ৩ নভেম্বর।