Ajay Devgn

মা কাজলের ছবির গানে নাচলেন নাইসা, আপ্লুত নেটাগরিকরা

নাইসার নাচের একটি ভিডিয়ো ইদানিং ঘুরপাক করছে নেটমাধ্যমে। সম্ভবত বিদ্যালয়ের কোনও একটি অনুষ্ঠানে নাচের দৃশ্য এটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১৭:০৯
Share:

নাইসা দেবগণ।

নেটাগরিকদের চর্চার কেন্দ্রবিন্দুতে অজয় দেবগণ এবং কাজলের কন্যা। নাইসা দেবগণ। কোনও বিতর্ক নয়, এই তারকা সন্তানের প্রতিভায় মুগ্ধ নেটাগরিকরা।

নাইসার নাচের একটি ভিডিয়ো ইদানিং ঘুরপাক করছে নেটমাধ্যমে। সম্ভবত বিদ্যালয়ের কোনও একটি অনুষ্ঠানে নাচের দৃশ্য এটি। নাইসার সঙ্গে রয়েছেন তাঁর সঙ্গীসাথীরাও। নাচের জন্য বেছে নেওয়া হয়েছে বলিউডের গানকে।
মা কাজলের ছবির ‘বোলে চুড়িয়া’ এবং ‘তেরে নয়না’ গানের তালে পা মিলিয়েছেন নাইসা। এ ছাড়াও করিনা কপূর খানের ‘জব উই মেট’ ছবির গানেও নেচেছেন তিনি।

বলিউডে ৩ যুগেরও কিছু বেশি সময় কাটিয়ে ফেলেছেন নাইসার মা-বাবা। নাইসার বয়স মাত্র ১৭। বলিউডে পা না রেখেও, বার বার শিরোনামে উঠে এসেছেন নাইসা। কখনও ছোট ঝুলের পোশাক, কখনও আবার গায়ের রঙের জন্য কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে বাবা অজয়ের থেকে চুপ করে থাকার শিক্ষা নিয়েছেন নাইসা। তিনি মনে করেন, তাঁর যে কোনও পদক্ষেপের প্রভাব পড়তে পারে কাজল এবং অজয়ের জীবনে।

Advertisement

তবে নেটাগরিকরা মুগ্ধ নাইসার নাচ দেখে। তারকা সন্তানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement