Nusrat Jahan

জন্মদিনের এক দিন আগেই বদলে গেলেন নুসরত, লিখলেন ‘নতুন শুরু’, রইল ভিডিয়ো

রবিবার ৩২-এ পা দেবেন তিনি। তার আগেই নতুন অবতারে সামনে এলেন নুসরত। বললেন, ‘‘এ নতুন আমি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২০:১৬
Share:

নতুন বছরে নতুন ইঙ্গিত নুসরতের। ছবি: ইনস্টাগ্রাম।

নুসরত জাহান নাকি প্রচারমুখী! তাঁর নিন্দকেরা অবশ্য তেমনটাই বলে থাকেন। কিন্তু তিনি সদা পজিটিভ। রবিবার ৩২-এ পা দেবেন তিনি। তার আগেই নতুন অবতারে সামনে এলেন নুসরত। বললেন , ‘‘এ নতুন আমি।’’ কিন্তু কিসের এই বদল, হঠাৎ এমন বদলের প্রয়োজনই বা হল কেন!

Advertisement

আসলে নতুন বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বদলে ঘটেছে নুসরতের। কখনও সমুদ্রপারে, কখনও শহরেই গ্ল্যামারস অবতারে ধরা দিচ্ছেন নুসরত। আসলে নতুন বছরটা নতুন ভাবেই উপভোগ করতে চান অভিনেত্রী। তিনি নিজের ইনস্টাগ্রামে লিখলেন, ‘‘নতুন বছর নতুন শুরু।’’ এই ভিডিয়োয় অভিনেত্রী ফেলে আসা বছরের টুকরো টুকরো স্মৃতিকেই কোলাজ করেছেন। কিন্তু তাঁর জীবনে কী বদল ঘটল নতুন বছরে, তা খোলসা করে বলেননি তৃণমূলের তারকা সাংসদ।

ছেলের ঈশানের জন্মর পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে তাঁর জীবন। অভিনয়, সাংসদ হিসেবে কাজের দায়িত্ব, সংসার— সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে অভিনেত্রীর ফেলে আসা বছর। ২০২৩-এ নতুন কোনও কিছু করতে চলেছেন কি অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement