ব্যস্ত নুসরত।
দিগন্ত বিস্তৃত সমুদ্রতট। টলিপাড়ার হাঁকডাক থেকে দূরে অবসর যাপন। স্নানপোশাকে গায়ে রোদ। খোলা চুলে খেলেছে নোনা হাওয়া। ঠোঁটে লাল লিপস্টিক। চোখ ঢেকেছে রোদচশমায়। চেনা ছকের খানিক বাইরে লেন্সবন্দি নুসরত জাহান। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেই ফের শিরোনামে সাংসদ-অভিনেত্রী।
স্নানপোশাকের উপর ক্রুশের কাজ করা সাদা রঙের ছোট জামায় কিছু ঢাকা, কিছু খোলা বাসন্তী নুসরত। ছবি দিয়ে লিখেছেন, ‘আমাকে সমুদ্রের কাছে ফিরিয়ে নিয়ে চল।’ অর্থাৎ ছুটি কাটিয়ে নয় বরং বেড়াতে যাওয়ার পুরনো ছবি দিয়েই আপাতত সন্তুষ্ট থাকছেন ব্যস্ত অভিনেত্রী।
বাড়িতে একরত্তি ছেলে, বাইরে পেশাগত একাধিক দায়িত্ব— সব মিলিয়ে দম ফেলার ফুরসৎ নেই নুসরতের। দিন কয়েক আগে মুক্তি পেয়েছে তাঁর ‘স্বস্তিক সংকেত’। আপাতত হাতে একগুচ্ছ ছবির কাজ। সেই ব্যস্ততার মাঝেই ফিরে দেখলেন পুরনো স্মৃতি।