Nusrat Jahan

খোলা চুল, লেদার জ্যাকেট, লন্ডনের রাস্তায় নুসরত

খোলা চুল, বডি হাগিং টপ আর লেদার জ্যাকেটে নুসরত যেন সদ্য যৌবন ছোঁয়া কিশোরী

লন্ডনের রাস্তায় নুসরত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ২১:০৩
Share:
Advertisement

পাপারাৎজির ভিড় নেই, সেলফি তোলার হিড়িক নেই, মুখে মাস্কও নেই— লন্ডনের রাস্তায় এ ভাবেই ধরা দিলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান।

খোলা চুল, বডি হাগিং টপ আর লেদার জ্যাকেটে নুসরত যেন সদ্য যৌবন ছোঁয়া কিশোরী। পেছনে উঁকি দিচ্ছে লাল অক্ষরে বড় বড় করে লেখা ‘হার্ড রক ক্যাফে’। তার সামনে নুসরত দু’হাত মেলে কখনও ছুটে বেড়াচ্ছেন আবার কখনও বা ইশারায় ডেকে নিচ্ছেন ক্যামেরার পিছনে থাকা মানুষটিকে। সেই হাতছানি এড়ায় সাধ্য কার!

Advertisement

দিন কয়েক আগেই পরিচালক সায়ন্তন ঘোষালের ছবি শুটের জন্য লন্ডনে পাড়ি দিয়েছেন নুসরত। সফরসঙ্গী ছিলেন রুদ্রনীল ঘোষ। নুসরতের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, গৌরব চক্রবর্তী। এই ছবিই প্রথম নুসরত-গৌরব জুটি উপহার দিতে চলেছে দর্শকদের। রুদ্রাণী ও প্রিয়মের চরিত্রে দেখা যাবে তাঁদের। এই অ্যাডভেঞ্চার-থ্রিলারের প্রযোজক এসকে মুভিজ। প্রসঙ্গত, এদের ছবি দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন নুসরত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement