nusrat jahan

Nusrat Jahan: আমি মুসলিম, যশ হিন্দু, আমাদের সন্তান ঈশান ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক: নুসরত

সাক্ষাৎকার দেওয়ার যশের সঙ্গে তাঁর সম্পর্ক এবং ছেলেকে নিয়ে মন খুলে কথা বললেন অভিনেত্রী। বললেন, ‘‘আমার আর যশের আবার বিয়ে করার প্রয়োজন নেই।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩০
Share:

নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত।

‘এক বার বিয়ে হলে আবার করার প্রয়োজন আছে কি?’ যশ দাশগুপ্তকে বিয়ে করা নিয়ে প্রশ্নের উত্তর এমন ভাবেই দিলেন নুসরত জাহান। সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার যশের সঙ্গে তাঁর সম্পর্ক এবং ছেলে ঈশান জে দাশগুপ্তকে নিয়ে মন খুলে কথা বললেন সাংসদ-অভিনেত্রী। বলে দিলেন, ‘‘আমার আর যশের আবার বিয়ে করার প্রয়োজন নেই।’’ এই বাক্যের মধ্য়ে নুসরত বুঝিয়ে দিলেন, যশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কাজ আগেই সেরে নিয়েছেন তিনি।

Advertisement

নুসরতকে প্রশ্ন করা হল, তাঁদের সন্তান ঈশানকে কোন ধর্ম মেনে লালন পালন করতেন চান তাঁরা? নুসরতের সপাট উত্তর, ‘‘এক জন ভাল মানুষ হিসেবে বড় করে তুলতে চাই ঈশানকে। আমি মুসলিম, যশ হিন্দু, আমাদের সন্তান ঈশান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক।’’

নুসরত জানিয়ে দিলেন, দুই ধর্মকেই চিনবে তাঁদের ছেলে। ‘যশরত’-এর সংসারে তাই ঠিক যে ভাবে দীপাবলি, দুর্গাপুজো পালন করা হয়, তেমন ভাবেই উদ্‌যাপিত হয় ইদ এবং বড়দিন। ঈশানের সামনে ধর্ম নিরপেক্ষতার উদাহরণ এ ভাবেই তৈরি করতে থাকবেন তার বাবা এবং মা।

Advertisement

গত ২৬ অগস্ট দুপুর ১২টা ৪৫-এ ছেলের জন্ম দিয়েছিলেন নুসরত যদিও একরত্তির ছবি প্রকাশ করেননি তার মা। কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারে ছেলের গল্প করতে তিনি খুবই ভালবাসেন। কী ভাবে ছেলের সঙ্গে তিনি এবং যশ সময় কাটান, কী ভাবে বড় হয়ে উঠছে সে, কেমন তার বায়নাক্কা, এ সব বর্ণনা করতে বড়ই উত্তেজিত নুসরত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement