nusrat jahan

Nusrat-Nikhil: আদালত যদি শুনানিতে দু’পক্ষকেই ডাকে, নুসরতকে আসতেই হবে: নিখিল

দীর্ঘ দিনের বিচ্ছেদের পর এই দিনেই আলিপুর আদালতে তাঁরা মুখোমুখি হবেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান এবং তাঁর স্বামী নিখিল জৈন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ০৮:০৪
Share:

নুসরত জাহান এবং নিখিল জৈন।

আশা করা গিয়েছিল, দীর্ঘ দিনের বিচ্ছেদের পর এই দিনেই আলিপুর আদালতে তাঁরা মুখোমুখি হবেন। অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান এবং তাঁর স্বামী নিখিল জৈন। সে সম্ভাবনা উড়িয়ে দিলেন নিখিল। আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘এখন আমি খুবই ব্যস্ত। কলকাতায় নেই। বারাণসীতে আছি। সামনে পুজো আসছে। কাজ ছাড়া কিছু ভাবতে পারছি না।’’

Advertisement

নিখিল এর আগেই আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, যে দিন তিনি বুঝেছিলেন নুসরত অন্য কারও সঙ্গে থাকতে চান, সে দিনই আলিপুর আদালতে নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেন তিনি। মঙ্গলবার সেই মামলা শুনানির দ্বিতীয় তারিখ। অথচ নিখিল জানালেন, তিনি এখন বারাণসীতে। তাঁর উপস্থিতি কি আদালতে বাঞ্ছনীয় নয়? প্রশ্ন করতেই নিখিল বললেন, ‘‘আজ আমার প্রতিনিধি ওখানে থাকবে। আমার উপস্থিতির প্রয়োজন পড়বে না। নুসরতকে আদালতে গিয়ে বলতে হবে, আমার সঙ্গে ও আর কোনও সম্পর্ক রাখতে চায় না।’’

অন্তঃসত্ত্বা নুসরত

নুসরত এখন সন্তানসম্ভবা। এই অবস্থায় তিনি কি আদালতে উপস্থিত হবেন? নিখিল এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বিচ্ছেদের মামলা করলেও নুসরত আগেই তাঁর বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছিলেন, বিচ্ছেদের কোনও প্রশ্নই ওঠে না, কারণ আইনের চোখে তাঁদের বিয়েই হয়নি। তাঁরা কেবল সহবাসে ছিলেন।

Advertisement

এই প্রেক্ষিতে বলা যেতে পারে, নুসরত মঙ্গলবার আদালতে উপস্থিত হবেন না। যেহেতু ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি, তাই অ্যানালমেন্ট করেই আলাদা হতে চেয়েছিলেন নিখিল। সেই সময়ে টলিপাড়ায় গুঞ্জন শোনা গিয়েছিল, নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিচ্ছেদের মামলা করেছিলেন নিখিল। কিন্তু আনন্দবাজার অনলাইনে তিনি জানান, নুসরত অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ পাওয়ার আগেই তিনি মামলা দায়ের করেছিলেন। নুসরত আদালতে আসবেন কিনা, সেই প্রসঙ্গে নিখিল বললেন, ‘‘এই বিষয়টি এখন আদালতের বিচারাধীন। আদালত যদি দু’পক্ষকেই উপস্থিত হতে বলে, তা হলে দু’জনকেই থাকতে হবে।’’

নুসরত এবং যশ

অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক এবং নুসরতের অনাগত সন্তানের পিতৃপরিচয় ঘিরে এমনিতেই চর্চার শেষ নেই। সেই তরজাই ফের নতুন মোড় পেল নিখিলের এই বক্তব্যে। আদালত মঙ্গলবার কী রায় দেবে, এখন তারই অপেক্ষা। অন্য দিকে এই চর্চায় বার বার যশের নাম উঠে এলেও তিনি এই বিষয় নিয়ে কোনও দিনই মুখ খোলেননি। কিন্তু যশ এবং নুসরত ইনস্টাগ্রামে বিভিন্ন ইতিবাচক বার্তা দিয়ে তাঁদের অনুগামীদের বুঝিয়ে দিচ্ছেন, মানসিক দৃঢ়তা যে কোনও সমস্যার সমাধান করে দিতে পারে। নুসরত নিজের মতো করে মা হওয়ার আগের সময়টি উপভোগ করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement