Nusrat Jahan

সিঁথিতে সিঁদুর, পরনে শাড়ি, পুজোয় ঢাক বাজালেন নুসরত— দেখুন ভিডিয়ো

স্ত্রীর সঙ্গে ম্যাচিং করে নিখিল পরেছিলেন বাদামি রঙের কুর্তা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৯ ১৮:০০
Share:

একান্তে নুসরত এবং নিখিল। ছবি-ইনস্টাগ্রাম।

এ বছর পুজোটা বেশ ‘স্পেশাল’ নুসরতের কাছে। বিয়ের পর প্রথম পুজো বলে কথা! তাই আনন্দে এতটুকু খামতি নেই। পুজোয় অঞ্জলি দেওয়া থেকে শুরু করে, ঢাক বাজানো— সবই চলছে পুরোদমে। সোশ্যাল সাইটে সে ছবি পোস্টও করছেন নুসরত এবং নিখিল। সাবেকি পোশাকে সেজে অষ্টমীর দিন মা দুর্গাকে প্রথম বার একসঙ্গে অঞ্জলি দিয়েছিলেন ওই জুটি। নবমীতে বাজালেন ঢাকও।

Advertisement

নুসরত পরেছিলেন হলুদ–লাল রঙা শাড়ি। স্ত্রীর সঙ্গে ম্যাচিং করে নিখিল পরেছিলেন বাদামি রঙের কুর্তা। দু’জনে মিলে পাল্লা দিয়ে বাজালেন ঢাক। মায়ের কাছে ভক্তদের জন্য কী চাইলেন নুসরত? অভিনেত্রী জানালেন, সবাই যাতে সুখে-শান্তিতে থাকে, সবার জীবন যাতে সমৃদ্ধিতে ভরে ওঠে— এইটুকুই চেয়ে নিয়েছেন তিনি মা দুর্গার কাছ থেকে।

আরও পড়ুন-ভালবাসার মানুষের সঙ্গে পুজোয় মাতলেন মানালি

Advertisement

আরও পড়ুন-সপ্তমীতে প্রথম অঞ্জলি দিল সুদীপার ছেলে আদিদেভ

শুধু নুসরতই নন। বিয়ের পর প্রথম পুজো নিয়ে উচ্ছ্বসিত নিখিলও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঢাক বাজানোর ছবিও শেয়ার করে তিনি লিখেছেন, “সুন্দরী বউয়ের সঙ্গে প্রথম বার ঢাক বাজালাম।” নিখিলের ওই পোস্টে ভক্তদের বিপুল সাড়া মিলেছে। সকলেই ওই নতুন জুটিকে জানিয়েছেন শারদীয়ার শুভেচ্ছা।

দেখুন সেই ঢাক বাজানোর ভিডিয়ো

Playing dhaak for the first time with my wonderful wifastic @nusratchirps @suruchisangha #aroopbiswas

A post shared by Nikhil Jain (@nikhiljain09) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement