Nushrat Bharucha

Nushrratt Bharuccha: তুমি ব্রা পরেছ? নুসরতকে পর্দায় দেখে আঁতকে উঠেছিলেন তাঁর মা-বাবা

‘সোনু কি টিটু কি সুইটি’ ছবির একটি গানে লাল রঙের ব্রালেটে ঝড় তুলেছিলেন নুসরত। রাতারাতি আলোচনা চর্চায় এসেছিলেন নায়িকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ ১৬:২৭
Share:

অকপট নুসরত।

স্বল্পবসনা নুসরত ভারুচাকে দেখে আঁতকে উঠেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে কথা। ‘সোনু কি টিটু কি সুইটি’ ছবির একটি গানে লাল রঙের ব্রালেটে ঝড় তুলেছিলেন নুসরত। রাতারাতি আলোচনা চর্চায় এসেছিলেন নায়িকা।

গানটি মুক্তি পেতেই পরম আগ্রহে মা, বাবা এবং ঠাকুমাকে নিয়ে তা দেখতে বসেছিলেন নুসরত। তিন মিনিট ৪৩ সেকেন্ডের গান শেষ হতেই বিস্ময় মেশানো প্রশ্ন ধেয়ে আসে, “তুমি কি ওটা ব্রা পরেছ?” প্রথমে খানিক চমকে উঠেছিলেন নুসরত। নায়িকা বুঝেছিলেন, খোলামেলা পোশাকে তাঁকে দেখতে অভ্যস্ত নন তাঁরা। নিজেকে সামলে উত্তর দিয়েছিলেন, “এটা ব্রালেট। ফ্যাশনের ভাষায় এই পোশাককে তাই বলা হয়। এটা অনেকেই পরে।”

Advertisement

ছবি প্রেক্ষাগৃহে আসার আগেই জনপ্রিয় হয় গানটি। চারদিকে মেয়ের প্রশংসা শুনে খুশি হয়েছিলেন নুসরতের মা-বাবাও। তাঁরা বুঝেছিলেন, শুধু মাত্র ছবির স্বার্থেই ব্রালেট পরে ক্যামেরার সামনে এসেছিলেন নুসরত। মেয়ের পোশাক নিয়ে যে অভিমান ছিল, তা মিলিয়ে যেতে সময় লাগেনি তেমন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement