Sonu Sood

ফের ত্রাতার ভূমিকায় সোনু, এ বার বিবাদমান দম্পতিকে গোয়া পাঠাতে চাইলেন

সোনুও এই টুইট দেখে জবাব দিতে দেরি করেননি। তবে মহিলার দেওয়া দু’টি অপশনের বদলে তৃতীয় একটি পথ বাতলেছেন। দম্পতিকে আলাদা আলাদা কোথাও পাঠানোর বদলে, একসঙ্গে তাঁদের গোয়া পাঠানোর কথা বলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০২০ ২১:৩০
Share:

সোনু সুদ। ফাইল চিত্র।

লকডাউনের সময়ে বলিউডে অন্যতম চর্চিত নাম সোনু সুদ। যে ভাবে কয়েক হাজার মানুষকে তাঁদের ঘরে পাঠানোর ব্যবস্থা করেছেন তিনি, তাতে ইতিমধ্যেই সুপারম্যানের তকমা পেয়েছেন তিনি। ফের এক বার তিনি নেটাগরিকদের হৃদয় জিতে নিলেন। সম্প্রতি এক মহিলা তাঁর উদ্দেশে একটি টুইট করেন, জবাব দিতেও দেরি করেননি তিনি। তাঁর সেই জবাবই হৃদয় জিতে নিয়েছে নেটাগরিকদের।

Advertisement

বছর ছেচল্লিশের ওই অভিনেতার উদ্দেশে সুশ্রীমা আচার্য নামে এক মহিলা টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘‘জনতা কার্ফুর সময় থেকে লকডাউন-৪ পর্যন্ত স্বামীর সঙ্গে রয়েছেন। আর স্বামীর সঙ্গে থাকতে পারছেন না।’’ সোনুর কাছে তিনি আবেদন করেন, ‘‘হয় তাঁর স্বামীকে, না হয় তাঁকে যেন তাঁর বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া দেওয়া হয়।’’

সোনুও এই টুইট দেখে জবাব দিতে দেরি করেননি। তবে মহিলার দেওয়া দু’টি অপশনের বদলে তৃতীয় একটি পথ বাতলেছেন। দম্পতিকে আলাদা আলাদা কোথাও পাঠানোর বদলে, একসঙ্গে তাঁদের গোয়া পাঠানোর কথা বলেছেন।

Advertisement

আরও পড়ুন: নতুন ট্রেন্ড ‘বয়কট চায়না অ্যাপ’, বিকল্প নিয়ে কী বলছেন সাইবার বিশেষজ্ঞরা?

আরও পড়ুন: ৮০ বছর বয়সেও পরিযায়ী শ্রমিকদের মালপত্র পৌঁছতে সাহায্যের হাত বাড়াচ্ছেন মুজিবুল্লাহ্‌!​

সোনুর সঙ্গে এই টুইট বার্তালাপ হয় ৩১ মে। আর এমন একটা টুইট ভাইরাল হতেও সময় নেয়নি। দু’দিনে সোনুর এই টুইট প্রায় ২৪ হাজার লাইক পেয়েছে। সেই সঙ্গে রিটুইট হয়েছে প্রায় দু’ হাজার। এমনিতেই নেটাগরিকরা এখন সোনুর প্রশংসা করতে কার্পণ্য করছেন না। আবার এমন একটি টুইট দেখে তাঁর ভক্তরা ফের সুপারম্যান সোনুর প্রশংসা শুরু করেছেন।

দেখুন সেই টুইট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement