Dhumketu VS Onko Ki Kothin

ফিরছেন না দেব-শুভশ্রী! মুক্তি পাচ্ছে ‘অঙ্ক কি কঠিন’, ফের অনিশ্চয়তা ‘ধূমকেতু’ ঘিরে?

প্রযোজক ঘোষণা করেছিলেন, শীঘ্রই মুক্তি পাবে তাঁর একটি ছবি। সেই সময় ‘ধূমকেতু’ নিয়ে চর্চা শুরু হওয়ায় গুঞ্জন উঠেছিল, দেব-শুভশ্রী ফিরছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১২:২০
Share:

‘ধূমকেতু’ মুক্তির অঙ্ক কি খুব কঠিন? ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগে প্রযোজক রানা সরকার ঘোষণা করেছিলেন, ১৬ মে তাঁর একটি ছবি মুক্তি পাবে। সে সময় একই সঙ্গে তিনি ২০১৬ সালে তৈরি তাঁর ‘ধূমকেতু’ ছবিমুক্তিরও আভাস দেন। দেবের অফিসে তাঁর বৈঠকের ছবি ভাগ করে নিতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে নায়কের অনুরাগীমহলে। স্বাভাবিক ভাবেই সকলে ধরে নিয়েছিলেন, ১৬ মে তা হলে বহু প্রতীক্ষিত দেব-শুভশ্রীর শেষ কাজ মুক্তি পেতে চলেছে। বিষয়টি সবিস্তার জানতে প্রযোজকের সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। তিনি সে সময় মুখ খোলেননি এ প্রসঙ্গে।

Advertisement

বুধবার সকালে রানার ঘোষণা, ‘ধূমকেতু’ নয়, ১৬ মে মুক্তি পাচ্ছে সৌরভ পালোধী পরিচালিত ছবি ‘অঙ্ক কি কঠিন’। ইতিমধ্যেই ছবিটি গোয়া চলচ্চিত্র উৎসব-সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রশংসিত। প্রযোজকের এই ঘোষণার সঙ্গে সঙ্গে ফের কপালে ভাঁজ দেবের অনুরাগীদের। তা হলে কি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটির মুক্তি বিশ বাঁও জলে?

নতুন ছবিমুক্তির ঘোষণার পরেই ফের যোগাযোগ করা হয় প্রযোজকের সঙ্গে। তিনি বলেন, “১৬ মে গরমের ছুটির সময়। এই সময় বাচ্চারা মা-বাবার সঙ্গে ছবি দেখতে প্রেক্ষাগৃহে আসে। ওদের মুখ চেয়েই সৌরভ পরিচালিত ছোটদের ছবি মুক্তি পেতে চলেছে।” দেব-শুভশ্রীর ছবি নিয়েও বক্তব্য রাখেন তিনি। তাঁর মতে, “আমি অন্তত ‘ধূমকেতু’ ছবিমুক্তির অঙ্ক কঠিন দেখছি না। মে মাসে মুক্তি পাচ্ছে না মানেই ছবিটি আর মুক্তি পাবে না এমন নয়।” দেবভক্তদের প্রতি তাঁর আশ্বাস, কথা দিয়েছেন যখন, এ বছরেই মুক্তি পাবে প্রত্যাশিত ছবিটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement