New Meha Duggamoni O Baghmama

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ করায় কাজ ছিল না? ‘দুগ্গামণি’তে ফিরে কি তেমনই ইঙ্গিত সৌম্যর?

এক বছর কোনও মাধ্যমেই দেখতে পাওয়া যায়নি সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। কেন? তবে এক বছর পরে কাজে ফিরে আগের মতোই সাবলীল তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ০৯:০৩
Share:
এক বছর পরে ছোট পর্দায় সৌম্য বন্দ্যোপাধ্যায়।

এক বছর পরে ছোট পর্দায় সৌম্য বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।

গোটা একটা বছর বাড়ি বসে থেকেছেন। সরোদ শিখেছেন। মহড়া দিয়ে মঞ্চাভিনয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন। কিন্তু বড়-ছোট পর্দা, সিরিজ়— কোনও মাধ্যমে দেখা যায়নি সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবারের খবর, তিনি জি বাংলার নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘমামা’তে যুক্ত হয়েছেন। ধারাবাহিক ছাড়াও সৌম্য হইচই ওয়েব প্ল্যাটফর্মের সিরিজ় ‘শাখা-প্রশাখা’তেও অভিনয় করছেন। সৌমেনের পরিচালনায় তিনি এখানে নায়িকা ঋতাভরী চক্রবর্তীর প্রিয় বন্ধু। এক বছর বসে থাকার পর একাধিক কাজের সুযোগ পেয়ে খুশি অভিনেতা।

Advertisement

একটি বছর সরোদ অভ্যাস, মঞ্চাভিনয় ছাড়া আর কী করেছেন সৌম্য? তাঁর চলেছে কী করে? এত দিন কেনই বা কাজ পাননি?

অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। সৌম্য অকপট, তিনি নিজেও জানেন না। কয়েকটি কাজের কথা হয়েছিল। স্টার জলসার ধারাবাহিক ‘তেঁতুলপাতা’য় দিন চারেকের অভিনয়ও করেছিলেন। তার পর আর সময় দিতে পারেননি। অভিনেতার কথায়, “আমাদের জীবন এমনই অনিশ্চিত। তাই কাজ না থাকলে জমানো পুঁজি ভেঙে চলতে হয়। ওই সময় আরজি কর-কাণ্ডের আন্দোলনে পুরো মাত্রায় যুক্ত থাকতে পেরেছি।”

Advertisement

গুঞ্জন, যাঁরা এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ যুক্ত ছিলেন তাঁরা নাকি পরে কাজ পাচ্ছিলেন না। সৌম্যর ক্ষেত্রেও কি সেটিই ঘটেছে? সামান্য থমকেছেন। একটু ভেবেছেন। তার পর অভিনেতা বলেছেন, “সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছি না। আগেও মাঝেমধ্যে টানা কাজ পাইনি। খুব কম সময়ের জন্য বিরতি নিতে হয়েছে। কিন্তু এ ভাবে এক বছর টানা কর্মহীন থাকিনি।”

ধারাবাহিক ‘দুগ্গামণি’ দিয়ে দীর্ঘ দিন পরে নায়কের চরিত্রে ফিরেছেন রাহুল দেব বসু। তাঁর জায়গাতেই কি তিনি?

সৌম্য জানিয়েছেন, কারও জুতোয় পা গলিয়ে ধারাবাহিকে ঢুকছেন না তিনি। নায়িকা মানালি দে-র প্রাক্তন স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে। নায়ক-নায়িকার ভিড়ে ‘প্রাক্তন’ কতটা গুরুত্ব পাবে? প্রশ্নের জবাবে অভিনেতার দাবি, “যথেষ্ট গুরুত্ব আছে বলেই রাজি হয়েছি। সবে প্রচার ঝলকের শুটিং সারলাম। এ বার ধারাবাহিকের শুটিং শুরু হবে।” প্রসঙ্গত, তাঁকে শেষ দেখা গিয়েছে কালার্স বাংলার ধারাবাহিক ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে। সেখানে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন।

‘শাখা-প্রশাখা’ সিরিজ়ে সৌম্য বিধবা ঋতাভরীর কলেজবেলার বন্ধু। নিজের চরিত্র সম্বন্ধে বলতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, সেই সময় মনে মনে ভালবাসতেন নায়িকাকে। মুখ ফুটে বলার পরিস্থিতি না পেয়ে আজীবন সেই অনুভূতি হদয়ে লালন করেছেন। গল্পের আবর্তে ভাল লাগা বা ভালবাসার জায়গা দখল করেছে গাঢ় বন্ধুত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement