Malaika Arora

মালাইকার উপর চটলেন নোরা, শো ছেড়ে বেরিয়ে গেলেন আচমকা

দু’জনেই তাঁদের নাচের জন্য জনপ্রিয়। খুব শীঘ্রই নোরা-মালাইকার যুগলবন্দি দেখতে পেতেন দর্শক। তবে তা এখন বিশ বাঁও জলে। মালাইকার মন্তব্যে অপমানিত নোরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ১৪:০৯
Share:

মালাইকার কথায় অপমানিত নোরা। ফাইল চিত্র

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে মালাইকার শো ‘মুভিং উইথ মালাইকা’। এই শো শুরুর আগে থেকেই চর্চায় রয়েছে। নিত্যনতুন বিস্ফোরণ ঘটাচ্ছেন মালাইকা, তাঁর শো-তে। কখনও অর্জুন কপূরের সঙ্গে বিয়ে প্রসঙ্গে, কখনও আবার নিজের বোনকেই হাসি খোরাক বানিয়ে। এ বার মালাইকা যা করলেন, তাতে আসন ছেড়ে উঠে বেরিয়ে গেলেন নোরা ফতেহি।

Advertisement

বলিউডের দুই প্রজন্মের নৃত্যশিল্পী। নোরা ফতেহি ও মালাইকা আরোরা। বেলি ডান্সিংয়ের জন্যেই দেশ জু়ড়ে দর্শক মোহিত নোরায়। অন্য দিকে, মালাইকা তাঁর রূপযৌবন ধরে রাখার টোটকা, তাঁর চালচলন, ব্যক্তিগত জীবন নিয়ে সদা প্রচারের আলোয় থাকেন। এ বার দু’জন এক টেবিলে। যদিও আগে এক নাচের রিয়্যালিটি শো-তে একসঙ্গে দেখা গিয়েছিল নোরা-মালাইকাকে। এ বার মালাইকার শো-তে উপস্থিত নোরা। তাঁদের সঙ্গে দেখা গেল নাচের প্রশিক্ষক টেরেন্স লুইসকে। এমনিতেই নোরার প্রতি টেরেন্সের দুবর্লতা আগেই দেখেছেন টিভির দর্শক। এ বার নোরাকে সঙ্গে নিয়ে মালাইকার শো-তে দেখা যাবে নাচের প্রশিক্ষককে। শো-এর নতুন যে ঝলকে দেখা যাচ্ছে নোরার প্রসঙ্গে মালাইকা বলেন, ‘‘নোরা কখনও গরম, কখনও ঠান্ডা স্বভাবের।’’ ছাঁইয়া ছাঁইয়া গানেই নাকি দু’জনের যুগলবন্দি ঘটানোর চিন্তাভাবনা করছিলেন টেরেন্স। তাতে বাদ সাধেন নোরা। মালাইকা এমন কিছু বলেন, তাতেই অপমানিত হয়ে বেরিয়ে যান নোরা।

শো-এর টুকরো টুকরো অংশের এই ঝলক দেখেই অনেকেই আবার মুখ বেঁকিয়েছেন। তাঁদের মতে, সবটাই আসলে প্রচারের কৌশল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement