sara ali khan

চোখে নেই কালো চশমা, নেই ‘চামচা’দের উপস্থিতি, সারাকে নিয়ে উচ্ছ্বসিত টুইট ঋষির

সেলিব্রিটি বাবা-মা, শরীরে রয়েছে নবাবি রক্ত। তা সত্ত্বেও তাঁর ‘ডাউন টু আর্থ’ ইমেজ নজর কেড়েছে সাধারণের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৯ ১৫:১৫
Share:

ঋষি কপূর এবং সারা আলি খান।

‘গার্ল নেক্সট ডোর’ ইমেজের জন্য বরাবরই নেটিজেনদের পছন্দের তালিকায় রয়েছেন সারা আলি খান। সম্প্রতি সারার একটি ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। সেখানে দেখা গিয়েছিল, মুম্বই বিমানবন্দর থেকে নিজের ব্যাগপত্র নিজেই ট্রলিতে করে ঠেলে নিয়ে যাচ্ছেন সারা। তাঁর এই স্টারডম পরিপন্থী আচরণ প্রশংসা পেয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

এ বার তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করলেন অভিনেতা ঋষি কপূর। বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে ঋষি লিখেছেন, ‘অনবদ্য সারা। বিমানবন্দরে সেলেবদের আচরণ কেমন হওয়া উচিত, সে ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করেছ তুমি। চোখে নেই কালো চশমা, নেই চামচাদের উপস্থিতি। তুমিই দেখিয়েছ কীভাবে নিজের উপর বিশ্বাস বজায় রেখে এগিয়ে চলা যায়।’

ঋষি কপূর বর্তমানে ক্যানসারের চিকিৎসার জন্য নিউ ইয়র্কে রয়েছেন। সেখান থেকেই সারার প্রশংসা করেছেন তিনি।

Advertisement

অভিনেতা সইফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে সারার শরীরেও রয়েছে নবাবি রক্ত। তা সত্ত্বেও তাঁর ‘ডাউন টু আর্থ’ ইমেজ নজর কেড়েছে সাধারণের।

আরও পড়ুন:স্ত্রীর আত্মহত্যা! গ্রেফতার হলেন ‘বাহুবলী’র অভিনেতা

আরও পড়ুন: বিশাল সিনেমা হল, টেরেস, বাগান... শাহরুখের ছ’তলা মন্নত চোখ ধাঁধিয়ে দেবে

ইমতিয়াজ আলির পরবর্তী ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধছেন সইফ-কন্যা। ২০০৯-এ মুক্তি প্রাপ্ত ছবি ‘ লভ আজ কাল’-এর রিমেক হতে চলেছে এটি। পাশাপাশি জনপ্রিয় ছবি ‘কুলি নম্বর ওয়ান’-এররিমেকেও দেখা যাবে সারাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement