দোলের দিনে ভয় ঘিরে ধরে নিমরতকে। ছবি: সংগৃহীত।
নতুন বছরের শুরু থেকে ফের ছন্দে ফিরেছেন বচ্চন দম্পতি। প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনকে। বৃহস্পতিবার বাড়ির প্রথা মেনেই ন্যাড়াপোড়া হয়েছে বচ্চনদের বাড়িতে। এর মাঝেই ফের আলোচনার কেন্দ্রে নিমরত কৌর। মুম্বইয়ে একাই থাকেন। হোলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। সাদা চুড়িদার, হাতে ভালবাসার প্রতীক এঁকে, মিষ্টি হাতে দোল উদ্যাপন করছেন একা একাই। যদিও নিমরত ছোটবেলায় এই দিনটা এলেই কান্নাকাটি করতেন, ভয় পেতেন রঙের উৎসবকে।
সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এলাকায় বড় হয়ে ওঠা নিমরতের। নিমরতের কথায়, ‘‘হোলি আমাকে সেনানিবাসের দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যায়। আমার একটা ছবি ছিল যেখানে আমি কাঁদছিলাম কারণ আমার বাবা-মায়ের গায়ে রং দেওয়া হয়েছিল! আমি বড় হয়ে এটা নিয়ে ভয় পেতাম, আর বাবা-মায়ের জন্য চিন্তা হত। যখনই কেউ তাঁদের গায়ে রং দিতে আসত, তখনই আমার মনে হত কেউ ওদের উপর আক্রমণ করছে।” তবে বড় হওয়ার পর এই উৎসবটা উপভোগ করতে শুরু করেন অভিনেত্রী। নিমরত বলেন, “বয়স বাড়ার সঙ্গে এই দিনটা উপভোগ করতে শুরু করি। অসাধারণ খাবার, গান...আরও কত কী! আমার মনে হয় হোলি এমন এক ধরনের উৎসব যেখানে নিজেকে সম্পূর্ণ উন্মোচন করা যায়!”
গত বছর অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের বিচ্ছেদের জল্পনায় নাম জড়িয়ে যায় নিমরত কৌরের। খবর ছড়ায়, নিমরতের জন্যই নাকি ভাঙতে চলেছে বচ্চন দম্পতির সম্পর্ক। তবে সে সব যে কেবল গুঞ্জন, তা সময়ই প্রমাণ করে দিয়েছে। অভিষেক ও ঐশ্বর্যা যে একসঙ্গেই দিব্যি রয়েছেন, তা নিজেরাই স্পষ্ট করে দিয়েছেন যুগলে।