Nikhil Jain

Nikhil Jain: কষ্ট না করলে জীবনে এগিয়ে যাওয়া যায় না, উপলব্ধি নিখিলের

কষ্ট সহ্য করেই এগিয়ে যেতে চাইছেন নুসরত জাহানের প্রাক্তন স্বামী

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ২২:৫২
Share:

কসরত করার ছবি এবং ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নিখিল জৈন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

শরীরচর্চায় মন দিয়েছেন নিখিল জৈন। তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় সে কথা। মাঝেমধ্যেই কসরত করার ছবি এবং ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নিখিল।

Advertisement

সপ্তাহের অন্যান্য দিনের মতো মঙ্গলবারও নিয়ম মেনে ঘাম ঝরিয়েছেন নিখিল। ছবিও দিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। দেখা যাচ্ছে, কসরতের পরে ঘরের মেঝেতে বসে রয়েছেন তিনি। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও ক্যামেরার দিকে তাকিয়ে নিখিল। তাঁর পরনে কালো পোশাক। সেই ছবির নীচে নিখিল লিখেছেন, ‘ভরসা রাখছি এই প্রক্রিয়ার ওপর। কষ্ট না করলে জীবনে এগিয়ে যাওয়া যায় না।’

জীবন এবং শরীরচর্চার ক্ষেত্রে কি এমনটাই উপলব্ধি করেছেন নিখিল? কষ্ট সহ্য করেই এগিয়ে যেতে চাইছেন নুসরত জাহানের প্রাক্তন স্বামী?

Advertisement

চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও ক্যামেরার দিকে তাকিয়ে নিখিল। ছবি: ইনস্টাগ্রাম থেকে

আরও পড়ুন:

নিখিলের ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে। তাঁর সঙ্গে বিয়েকে ‘সহবাস’-এর তকমা দিয়েছেন নুসরত। চলেছে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। তার মধ্যেই ত্রিধার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে নিখিলের। এ নিয়ে যদিও মুখ খোলেননি তিনি।

শরীরচর্চা, কাজ এবং পরিবারের সঙ্গে ভাল সময় কাটিয়ে জীবনে এগিয়ে যেতে চাইছেন নিখিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement