Nikhil Jain

নুসরত-যশ প্রেমের গুঞ্জনের মাঝে ১৬ দিন পর সোশ্যাল মিডিয়ায় নিখিলের নতুন পোস্ট

নুসরত ইনস্টাগ্রামে বেশ সক্রিয় থাকলেও, নিখিলের দেওয়ালে ছিল না পোস্টের ঘনঘটা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১২:৫২
Share:

নিখিল জৈন।

বিগত কয়েক দিনে গতে বাঁধা চেনা জীবন ওলটপালট হয়ে গিয়েছে নিখিল জৈনের। স্ত্রী নুসরত জাহানের সঙ্গে যশ দাশগুপ্তের প্রেমের গুঞ্জন তাঁর ব্যক্তিগত জীবনকেও তুলে এনেছে শিরোনামে। এর পরেই নুসরত এবং নিখিল একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেন । সোশ্যাল মিডিয়ায় ‘পিডিএ গোলস’ও এখন ব্রাত্য।

Advertisement

তবে নুসরত ইনস্টাগ্রামে বেশ সক্রিয় থাকলেও, নিখিলের দেওয়ালে ছিল না পোস্টের ঘনঘটা। ২০২০-র শেষ দিনে শেষ পোস্ট করেছিলেন নিখিল। এরপর দীর্ঘদিন ভার্চুয়াল জগতে তাঁর দেখা মেলেনি। রবিবার, প্রায় ১৬ দিন পর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন নিখিল। নিজের বন্ধুর সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন তিনি।

নিজের ব্যক্তিগত জীবনে ঝড়ের আঁচ কোনও ভাবেই সোশ্যাল মিডিয়ায় ‘পাবলিক’ করতে রাজি নন নুসরতের স্বামী। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংহের সম্পর্কের টানাপড়েন যখন উঠে এসেছে তাঁদের বিভিন্ন ইঙ্গিতমূলক পোস্টে, নিখিল তখন হেঁটেছেন উল্টো পথে।বরং নেটিজেনদের একাংশ নুসরতকে ট্রোল করলে, স্ত্রীর সমর্থনে সরব হয়েছেন নিখিল।

Advertisement

A post shared by Nikhil Jain (@nikhiljainoffcl)

অর্থাৎ বলাই যায়, জীবনে যত ঝড়ই আসুক না কেন ‘গোপন কথাটি গোপনে’ রাখতে চাইছেন নিখিল।

আরও পড়ুন: নায়ক, প্রযোজক বা অজয়ের শ্যালক—কোনওটাই হওয়া হল না, রোহিত কুমার চলে গেলেন বিস্মৃতির আড়ালে

‘তাণ্ডব’ নিয়ে অ্যামাজন প্রাইমের কাছে জবাব চাইল কেন্দ্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement