Ritabhari Chakraborty

পার্টিতে রঙিন

আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠবন্ধুরাই নাকি ছিলেন নায়িকার নিমন্ত্রণের লিস্টে! কলকাতার একটি পাঁচতারা হোটেলে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে প্রাইভেট পার্টি করলেন অরুণিমা ঘোষও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ০৭:৩২
Share:

ঋতাভরী চক্রবর্তী

পার্টি থেকে বিরত রাখা সেলেবদের কঠিনই! তাই বর্ষবরণের রাতে নানা মজায় মাতল টলিউড সেলেবরা। কেউ ভিড় এড়িয়ে ক্লাব-হোটেলে প্রাইভেট পার্টি করলেন। কেউ বা মজলেন হাউস পার্টিতে। ‘‘২৫ ডিসেম্বরে শুরু, আর শেষ হল ৩১-এর মাঝরাতে। এ ক’দিন ধরে বাড়িতেই চলছিল পার্টি। ছিল দেদার খানাপিনা, নাচ-গানের আয়োজন,’’ বললেন ঋতাভরী চক্রবর্তী। আবার মাত্র কয়েক ঘণ্টার নোটিসেই সাকসেস পার্টি করে তাক লাগালেন মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সৌরসেনীর কথায়,‘‘ডিসেম্বরের বিকেলে পার্টির প্ল্যান যখন ঠিক হয়, তখনই ইলেকট্রিশিয়ান ডেকে আমার কসবার বাড়ির ছাদে আলো সাজানো হয়। পার্টি শেষ হয় ভোর পাঁচটায়।’’ আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠবন্ধুরাই নাকি ছিলেন নায়িকার নিমন্ত্রণের লিস্টে! কলকাতার একটি পাঁচতারা হোটেলে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে প্রাইভেট পার্টি করলেন অরুণিমা ঘোষও। তবে রাত ১২টা পর্যন্ত। নতুন ইংরেজি বছরকে স্বাগত জানিয়েই পার্টি শেষ। ‘‘সারা বছরের ক্লান্তি এক ঝটকায় কেটে গিয়েছে ৩১ ডিসেম্বরের পার্টিতে,’’ বললেন বনি। একটি ক্লাবের প্রাইভেট জ়োন বুক করে পার্টি করেছেন বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, সোমরাজ মাইতি, আয়ুষী তালুকদার। বনির দাবি, কলকাতার সেরা পার্টি তাঁরাই করেছেন। কৌশানী বললেন, ‘‘এ ক’দিন অনেক খাওয়াদাওয়া করেছি। খুব নেচেছি। নো ডায়েট।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement