Mira Nair

মীরার নতুন সিরিজ়

মীরা আপাতত ব্যস্ত বিবিসি ওয়ানের মিনি সিরিজ় ‘আ সুটেবল বয়’-এর পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২০ ০০:১৯
Share:

মীরা

গত বছর বিখ্যাত মার্কিন সংবাদপত্রে প্রকাশিত ‘দ্য জাঙ্গল প্রিন্স অব দিল্লি’ নামে একটি প্রবন্ধের উপর ভিত্তি করে সিরিজ় তৈরি করতে চলেছেন পরিচালক মীরা নায়ার। তাঁর এই সিরিজ় প্রযোজনা ও পরিবেশনার দায়িত্বে থাকছে অ্যামাজ়ন এবং সিস্টার পিকচার্স, যাদের প্রযোজনায় ‘চের্নোবিল’-এর মতো প্রজেক্ট তৈরি হয়েছিল। মীরা আপাতত ব্যস্ত বিবিসি ওয়ানের মিনি সিরিজ় ‘আ সুটেবল বয়’-এর পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে।

Advertisement

এলেন বেরির লেখা ‘দ্য জাঙ্গল প্রিন্স অব দিল্লি’তে উঠে এসেছিল লখনউ বিশ্ববিদ্যালয়ের এক রেজিস্ট্রার ও তাঁর পরিবারের কথা, যাঁরা দেশভাগ পরবর্তী সময়ে দিল্লিতে এসে থিতু হন। বিগত কয়েক দশক ধরে নিজেদের অওয়ধের রাজপরিবারের উত্তরসূরি বলে দাবি করে এসেছে সেই পরিবার। ২০২০ সালের পুলিৎজ়ার প্রাইজ়ের দৌড়ে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত এই প্রবন্ধে বেরি সেই পরিবারের আসল পরিচয় প্রকাশ করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement