Swara Bhaskar

নতুন সিরিজে স্বরা

ওয়েবে স্বরার এটি চতুর্থ কাজ। বছর দুয়েক আগে ‘ইট’স নট দ্যাট সিম্পল’ সিরিজ় দিয়ে ওয়েবের জগতে পা রেখেছিলেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ০০:৩০
Share:

স্বরা

গোটা বছরে তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। তবে ওটিটি প্ল্যাটফর্মে নিজের উপস্থিতি কায়েম রাখলেন স্বরা ভাস্কর। ‘রসভরী’, ‘ফ্লেশ’-এর পরে ডিসেম্বরের গোড়ায় নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে স্বরার নতুন সিরিজ় ‘ভাগ বিনি ভাগ’। সদ্য সিরিজ়ের ট্রেলার মুক্তি পেয়েছে। স্বরা এই সিরিজ়ে এক স্ট্যান্ড-আপ কমেডিয়ানের চরিত্রে।

Advertisement

ওয়েবে স্বরার এটি চতুর্থ কাজ। বছর দুয়েক আগে ‘ইট’স নট দ্যাট সিম্পল’ সিরিজ় দিয়ে ওয়েবের জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। বাঁধা গতের হওয়ায় ‘ফ্লেশ’ খুব একটা সমাদর পায়নি। অন্য দিকে বিতর্কিত কনটেন্টের জন্য সমালোচিত হয়েছিল ‘রসভরী’। স্বরার নতুন সিরিজ়ের ট্রেলার দেখেও নেটিজ়েনদের একাংশের মত, এটি অ্যামাজ়ন প্রাইমের হিট সিরিজ় ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজ়েল’-এর দেশি ভার্সন। এই সিরিজ়ে তাঁর সঙ্গে রয়েছেন ইউটিউবার ডলি সিংহ, আমেরিকান অভিনেতা রবি পটেল এবং স্ট্যান্ড-আপ কমেডিয়ান বরুণ ঠাকুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement