Telugu Mega Serial

‘ধারাবাহিকের বাইরেও তেলুগু বলতে পারছি’, বাংলা বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছেন অনুমিতা?

দক্ষিণী বিনোদন দুনিয়ায় পা রেখেই প্রশংসায় পঞ্চমুখ। অনুমিতা দত্তের দাবি, ওখানে অভিনেতাদের মর্যাদাই আলাদা, যা সব জায়গায় পাওয়া যায় না।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৯:৩৮
Share:

বাংলা ছোট পর্দা থেকে দক্ষিণী ধারাবাহিকে অনুমিতা দত্ত। ছবি: ফেসবুক।

‘পাণ্ডব গোয়েন্দা’ দিয়ে ছোট পর্দায় যাত্রা শুরু তাঁর। দ্বিতীয় ধারাবাহিক ‘সাথী’। অনুমিতা দত্তের ঝুলিতে বাংলা ছবিও রয়েছে। সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে পর্দা ভাগ করেছেন অনুমিতা দত্ত। সে সব ফেলে তিনি দক্ষিণী বিনোদন দুনিয়ায়। অভিনেত্রী তেলুগু ধারাবাহিক ‘নুভ্যুন্তে না জাথাগা’র নায়িকা। হঠাৎ বাংলা ফেলে দক্ষিণী দুনিয়ায়?

Advertisement

আনন্দবাজার অনলাইনের প্রশ্নে অভিনেত্রী বললেন, “কলকাতা-হায়দরাবাদের নিত্য যাত্রী হয়ে গিয়েছি।” তার পর জানালেন, ‘সাথী’ ধারাবাহিকের সময় থেকেই তিনি একের পর এক ডাক পাচ্ছিলেন। কিন্তু সময় করে উঠতে পারছিলেন না। “দ্বিতীয় ধারাবাহিক শেষের পরেও নতুন আরও একটি বাংলা ধারাবাহিকে নায়িকার ভূমিকায় ডাক পেয়েছিলাম। সব ঠিক হয়ে গিয়েছিল। পরে কিছু সমস্যা তৈরি হওয়ায় সেখান থেকে সরে আসি।” এর পরেই তিনি তেলুগু চ্যানেল স্টার মা থেকে ডাক পান।

তেলুগু ধারাবাহিক ‘নুভ্যুন্তে না জাথাগা’য় অনুমিতা। ছবি: সংগৃহীত।

শোনা গিয়েছে, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’-এর তেলুগু সংস্করণ? অনুমিতা জানিয়েছেন, তিনি ধারাবাহিকটি দেখেননি। তাই বলতে পারছেন না। সদ্য ধারাবাহিকের প্রচার ঝলক প্রকাশ্যে এসেছে। বিপরীতে তেলুগু ‘বিগ বস’-খ্যাত অর্জুন কল্যাণ। তেলুগু ভাষা বলতে পারছেন? অনুমিতার কথায়, “সেট থেকে দৃশ্য বুঝিয়ে দেওয়া হয়। ইংরেজিতে অনুবাদ করে দেওয়া হয়। পাশাপাশি, সংলাপ বলার সময় পিছন থেকে প্রম্ট করা হয়।” একটু থেমে জানালেন, বেশ কিছু দিন ধরে অভিনয় করতে করতে তিনিও তেলুগু ভাষা শিখে নিয়েছেন। সহযোগিতা ছাড়াই একটু আধটু বলতে পারেন।

Advertisement

অভিনেত্রী এ-ও জানিয়েছেন, দক্ষিণী দুনিয়ায় অভিনেতাদের কদরই আলাদা। সারা ক্ষণ ওখানে তাঁদের ভীষণ যত্ন করা হয়। তা হলে কি পাকাপাকি দক্ষিণী বিনোদন দুনিয়ায় অনুমিতা? “মাতৃভূমি ছাড়ার প্রশ্নই নেই। তেলুগু ধারাবাহিকের জন্য প্রতি মাসের ১০-১২ দিন ১০ ঘণ্টা দিতে হবে। বাকি দিন বাংলার জন্য নিবেদিতপ্রাণ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement