New Mega

‘পৃথিবীতে কেউ কুৎসিত নয়’, বলবে ‘ওগো নিরুপমা’

স্টার জলসার নতুন মেগা ‘ওগো নিরুপমা’র প্রোমো বেরোতেই প্রশ্ন উঠেছিল, ‘জসসি জ্যায়সি কোয়ি নহি’ বাংলায়?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ১৩:১৬
Share:

নিরুপমার চরিত্রে অর্কজা। নিজস্ব চিত্র

‘পৃথিবীতে কেউ কুৎসিত নয়’, বলবে ‘ওগো নিরুপমা’

Advertisement

সেই বড়, মোটা ফ্রেমের চশমা। উঁচু দাঁতে ক্লিপ আটকানো। কদাকার চেহারা। অতি সাদাসিধে সাজগোজ। স্টার জলসার নতুন মেগা ‘ওগো নিরুপমা’র প্রোমো বেরোতেই প্রশ্ন উঠেছিল, ‘জসসি জ্যায়সি কোয়ি নহি’ বাংলায়?

১৫ বছর আগের সুপারহিট হিন্দি ধারাবাহিকের ‘জসসি’ মোনা সিংহ ঘরের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সামলাত। আবার চাকরিও করত। নিরুপমাও তেমনিই পরিবারের সবার চাহিদা মেটায়। অফিসের কাজেও তুখোড়। অথচ বছর শেষে চাকরির উন্নতিতে বাধা সুন্দরী সহকর্মী!

Advertisement

এই মেয়ে ঘটনাচক্রে মুখোমুখি তার ব্যাঙ্কের প্রথম সারির ব্যবসায়ী ক্লায়েন্টের। যে ভয়ানক সুন্দর। এবং বারেবারেই একে অন্যের মুখোমুখি। প্রেম হবে কুৎসিত আর সুন্দরের?

উত্তর ধারাবাহিক দেবে। কিন্তু একুশ শতকেও কেন সুন্দর-অসুন্দরের লড়াই নিয়ে মেগা? উত্তর দিলেন পরিচালক মনোজিৎ মজুমদার, ‘‘আমি কিন্তু এ ভাবে দেখছি না। এই ধারাবাহিকের প্রযোজক অ্যাক্রোপলিসের কর্ণধার এবং লেখক দু’জনেই মহিলা। তাঁরা মেয়েদের হয়ে সওয়াল তুলছেন, এটাই সব চেয়ে বড় ব্যাপার। আমিও তাই তাঁদের পাশে।’’

‘নিরুপমা’র বিপরীতে ‘আবির’। যার প্রসাধনী ‘অসুন্দর’কে ‘সুন্দর’ বানানোর জন্য। আবিরই আবার ছদ্মনামে নিজস্ব ইউটিউব চ্যানেলে গান গায়। সেখানেও সে যথেষ্ট জনপ্রিয়। এই ভূমিকায় গৌরব রায়চৌধুরী। কিছুদিন আগেই গৌরবকে দেখা গিয়েছিল ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে, ‘দীপ্ত’ রূপে। সুন্দর-অসুন্দর নিয়ে তাঁর কী মত? স্পষ্টবাদী গৌরব জানালেন, ‘নিরুপমা’রা আজও যোগ্য সম্মান পায় না ‘পহলে দর্শনধারী’ নয় বলে। সেই মিথ ভাঙবে এই ধারাবাহিক।

‘নিরুপমা’ অর্কজা আচার্য মঞ্চাভিনেতা। এই প্রথম ক্যামেরা ফেস করলেন। পরিচালকের দাবি, এতে অসুবিধের থেকে সুবিধেই হয়েছে বেশি। শুটে নামার আগে একটা ওয়ার্কশপ। সঙ্গে পরামর্শ, বেশি কিছু চিন্তাভাবনা না করে নিজের মত করে নিরুপমাকে ফুটিয়ে তুললেই হবে। মনোজিতের সেই কথা কাজে লাগিয়ে প্রথম দিন থেকেই অর্কজা সাবলীল।

আবিরের চরিত্র গৌরব রায়চৌধুরী। নিজস্ব চিত্র।

প্রথম ক্যামেরা ফেস ‘জসসি’ লুকে। বাড়ি, পড়শি, নিজের কেমন লাগছে? অভিনয়ের মতোই অর্কজা স্বচ্ছ্ন্দ আনন্দবাজার ডিজিটালের কাছেও, ‘‘আমি ভাগ্যবান, প্রথমেই এই চরিত্র পাওয়ার জন্য। কাছের জনেরাও ভীষণ উত্তেজিত এই ‘লুক’ নিয়ে। যা অনেক বছর আগেই জনপ্রিয়। তবুও এই ‘লুক’ই আমায় চরিত্রের সঙ্গে একাত্ম হতে সাহায্য করেছে।’’

আরও পড়ুন: সৌমিত্রকে দেওয়া হতে পারে ইনভেসিভ ভেন্টিলেটরে

অর্কজা জানালেন, এখনও সুন্দর-অসুন্দরের চোরা লড়াই রয়েছে শিক্ষিত সমাজে। সেই জন্যেই ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ‘ফেয়ার’ উঠলে খবর হয়! মেয়েদের জন্য রামমোহন রায়, বিদ্যাসাগরের লড়াই ফুরোয়নি। তাই ‘ওগো নিরুপমা’র মতো ধারাবাহিকের প্রয়োজন রয়েছে এখনও।

আরও পড়ুন: অর্ণব গোস্বামীদের বিরুদ্ধে আদালতে শাহরুখ, আমির, সলমন, অজয়রা​

অভিনেত্রীর বিশ্বাস, ‘‘সোম থেকে রবি প্রতি দিন বিকেল সাড়ে ৫টায় ‘ওগো নিরুপমা’ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে পৃথিবীতে কুৎসিত বলে কিচ্ছু নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement