নীল স্কার্টে অনন্যা মীরা রাজপুত
শাহিদ কপূরের স্ত্রী মীরা রাজপুত শুধু যে কনের সাজেই সকলের মাথা ঘুরিয়ে দিয়েছেন তা নয়। রিসেপশনের দিন সুন্দর একটা হাই ওয়েস্টেড স্কার্টে হয়ে উঠেছিলেন অনন্যা। ফুলেল ছাপা এমব্রয়ডারি করা সেই নীল স্কার্টের সঙ্গে তিনি পরেছিলেন ক্রপ টপ। সাধারণ অথচ আভিজাত্যপূর্ণ সেই পোশাকে মীরা চমকে দিয়েছিলেন তাবড় ফ্যাশনিস্তাদের।
নিমন্ত্রিতদের মধ্যে আলিয়া ভট্টও নজর কেড়েছিলেন মভ রঙের হাই ওয়েস্ট স্কার্ট আর চুমকি বসানো ব্লাউজে। ডিজাইনার দেব-নীল জানালেন হাই ওয়েস্ট স্কার্ট অনেকটা ঘাঘরা লেহঙ্গার আমেজ নিয়ে আসে। সারা পৃথিবীর দশটা সেরা ফ্যাশন লুকের অন্যতম এই স্কার্ট। কাজেই আপনি যদি এই পোশাককে আপনার পরের পার্টির জন্য বেছে নেন, তা হলে জানবেন আপনার পছন্দে কোনও ভুল নেই।
‘‘লো ওয়েস্ট বা নাভির নীচে পর্যন্ত স্কার্ট বহু দিন ধরেই ফ্যাশন মহলে খুব জনপ্রিয়। কাজেই এই হাই ওয়েস্ট স্কার্টগুলো নতুনত্ব নিয়ে আসবে আপনার একঘেয়ে ফ্যাশনে। অন্য স্কার্টের তুলনায় এই স্কার্টগুলোর ফল-ও খুব ভাল। আর পরলে স্লিম দেখায়,’’ বললেন ডিজাইনার সায়ন মিত্র।
ডিজাইনাররা মনে করেন হাই ওয়েস্ট স্কার্ট একটা ক্লাসিক লুক দেয় পোশাকে। পোশাকের আকার, সাইজ, রং এমনকী ফেব্রিক নিয়েও এখানে পরীক্ষানিরীক্ষার সুযোগ প্রচুর। ‘‘আজকাল সবাই নিজেদের লুক নিয়ে খুব সচেতন। কাজেই হাই ওয়েস্ট স্কার্ট পরলে নিজের সুন্দর ফিগারটা যেমন দেখাতে পারবেন, তেমনই খুঁতগুলোও ঢেকে নিতে পারবেন সহজে। আপনি কী ভাবে স্কার্টটাকে স্টাইল করছেন সবটাই নির্ভর করছে তার ওপর,’’ আবারও জানান সায়ন।
ফিটেড হাই ওয়েস্টেড পেন্সিল স্কার্ট পরলে আপনার কোমর আর অ্যাবসের সৌন্দর্য সুন্দর ফুটে ওঠে। তা নইলে গা়ঢ় রঙের হাই ওয়েস্ট ম্যাক্সি স্কার্টও পরতে পারেন। এতেও শরীরের ফ্যাটটা ঢেকে যায় ভাল মতো। বিশেষজ্ঞরা অন্তত তাই মনে করেন। আর লম্বা, রোগা দেখাতে চাইলে বিশেষজ্ঞরা বলছেন ভার্টিক্যাল প্যানেলের ওপর প্রিন্ট বা টেক্সচার প্রিন্ট পরতে।
‘‘হাই ওয়েস্ট স্কার্ট শরীর ঢাকার জন্য খুব ভাল একটা পোশাক। ভারতীয়দের চেহারায় পরিপূর্ণতাটা অনেক বেশি থাকে। কোমর, হিপ অংশে ফ্যাট থাকে ভালই। এই স্কার্ট শরীরের সেই খুঁতগুলো সুন্দর ঢেকে দেয়। আপনার ফিগারটা ঠিক আওয়ারগ্লাস ফিগারের মতো দেখতে লাগে,’’ বললেন নীল। তবে সায়ন কিন্তু বললেন, ‘‘খুব ফ্লেয়ার্ড স্কার্ট পরতে যাবেন না। ভাল ফিট করে সে রকম হাই ওয়েস্ট স্কার্ট পরুন। এই স্কার্টগুলো এমনই যে, পরলে স্লিম দেখাবে আপনাকে।’’
পোশাকে ফিউশন লুক যাঁদের পছন্দ, তাঁদের জন্য এই স্কার্টগুলো সঠিক বাছাই। কারণ ভারতীয় এবং আন্তর্জাতিক— এই দুই ফ্যাশনেরই মেলবন্ধন আছে। এই পোশাকে আছে ভারতীয়, পাশ্চাত্য দু’রকম কাট-ই। আর খুব সমকালীন এই পোশাক। খালি কী ভাবে স্টাইল করছেন আপনার এই পোশাক, সেটা খেয়াল রাখতে হবে। এই স্কার্টগুলোর সঙ্গে দারুণ যায় ক্রপ টপ। তবে বিশেষজ্ঞরা এ-ও বলছেন এই স্কার্টগুলো নরমসরম ফেব্রিকেই বানানো উচিত। শক্ত কাপড় দিয়ে নয়।
তবে স্টাইলিংটা ভাল ভাবে করুন। কোমরের স্কার্টের অংশে যেন শার্ট বা টপটা গোঁজা থাকে। আর সঙ্গে নিন সুন্দর একটা বেল্ট। আরও নানা রকম অ্যাকসেসরিও ব্যবহার করতে পারেন চাইলে। কী ধরনের টপ আর জুতো পরছেন এই স্কার্টের সঙ্গে, সেটাও দেখা দরকার। ব্লাউজ টপ-ও ভাল মানায় এই স্কার্টে। আবার এ-লাইন স্কার্টের সঙ্গে ভাল মানাবে সলিড একরঙা ফিটেড টি-শার্ট। গ্রাফিক্স প্রিন্টের টি শার্ট-ও ভাল লাগবে।
ফুলেল ছাপা বা প্রিন্টেড হাই ওয়েস্ট স্কার্টও পরতে পারেন সলিড রঙা টি শার্টের সঙ্গে। হাই ওয়েস্ট স্কার্ট যত বেশি ঘেরওয়ালা হবে, টপটা ততটাই ফিটেড হতে হবে। যদিও ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন ফর্ম্যাল লুক পেতে হাই ওয়েস্ট স্কার্টের সঙ্গে একটা ব্লেজার বা স্লিভলেস জ্যাকেট পরে নিলেই চলবে।