জয় এবং রুপাঞ্জনা।
অভিজিৎ মুখোপাধ্যায়—পেশায় চিত্র পরিচালক। পর পর তিনটি ছবিই তাঁর বক্স অফিসে ফ্লপ। তবু ছবি বানানোর স্বপ্ন তিনি ছাড়েননি। ঠিক করেন ‘একটি অসমাপ্ত গল্প’ নামক বইকে পর্দায় নিয়ে আসবেন তিনি। সেই মতোই প্রযোজক অঞ্জনের খোঁজ লাগান তিনি। পেয়েও যান। কী হয় তারপর? ছবি বানানো হয় শেষমেশ? সে ছবি দেখতে পারে লাভের মুখ? নাকি টানাপোড়েনের গল্প এসে দানা বাঁধে একের পর এক!
এ সব নিয়েই রোহন সেনের প্রথম ছবি ‘এ ভাবেই গল্প হোক’। জানলে অবাক হতে হয় রোহনের বয়স মাত্র ১৯। আর এই বয়সেই সে বানিয়ে ফেলেছে আস্ত একটা ফিচার ফিল্ম। সে ছবিতে অভিনয় করেছেন টলিপাড়ার চেনা মুখেরাও। পরিচালক অভিজিৎ মুখোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন জয় সেনগুপ্ত। প্রযোজক অঞ্জনের চরিত্রে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়কে। এ ছাড়াও ওই ছবিতে রয়েছেন আনন্দ চৌধুরী রূপাঞ্জনা মিত্র, বিবৃতি চট্টোপাধ্যায় এবং শাশ্বতী গুহ ঠাকুরতা।
ছবির সংলাপ লিখেছেন অর্পণ দেব এবং রোহন নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন রাজদীপ গঙ্গোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারীতেই বড় পর্দায় মুক্তি পাবে ওই ছবি।
আরও পড়ুন- উচ্চতা, মুখশ্রী নিয়ে ‘ঠাট্টা-তামাশা’, নেহার কাছে ক্ষমা চাইলেন কমেডিয়ান গৌরব
আরও পড়ুন-সেক্স না অভিনয়...ছাড়তে পারবেন কোনটা? কার্তিক বললেন...