Mohar

মোহর আর শঙ্খের বিয়ে, কার্ড বানিয়ে আমন্ত্রণ জানাল নেটাগরিকেরা

কার্ড দেখে হতবাক নেটিজেনরাই। খুশি সব্বাই। একজন মিষ্টি করে জানতেও চেয়েছেন, ‘সত্যি যাব’?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২০ ১৫:১৫
Share:

মোহর আর শঙ্খের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত নেটাগরিকরা।

বাংলা জুড়ে ভক্ত ছড়িয়ে মোহর-শঙ্খদীপের। বাড়ি গিয়ে সবাইকে নিমন্ত্রণ করা সম্ভব? এ দিকে অনুরাগীদের বাদ দিয়েই বা কী করে বিয়ের পিঁড়িতে বসেন ‘মোহদীপ’!

অবশেষে মাথা ঘামিয়ে সমাধান বের করেছেন নেটিজেনরাই। সামাজিক পাতায় ডিজিটাল কার্ড বানিয়ে সনির্বন্ধ অনুরোধ সবাইকে। সমস্ত অনুরাগীরা যেন বিয়েতে উপস্থিত থাকেন।
কেমন সেই কার্ড?

প্রেমের রং লাল হলে রোম্যান্টিকতার রং বুঝি গোলাপি! সেই গোলাপি রঙ কার্ডের সারা গায়ে মাখানো। ক্লিক করলেই কার্ডের মাঝখানে মোহর-শঙ্খের যুগল ছবি। দু’পাশে আলপনা। আর ভালবাসার নানা মোটিফ ছড়ানো। কোনওটায় ঠোঁটে ঠোঁট। কোনওটায় লাভ বার্ড। আবার কোনওটা বিয়ের ছবি। আলিপুরে বসবে বিয়ের বাসর।

Advertisement

আরও পড়ুন: কঙ্গনার বাংলো ভাঙার নির্দেশ খারিজ বম্বে হাইকোর্টে

তার পরেই বড় বড় হরফে ইংরেজিতে ইনভিটিশেন, ‘মোহর আর শঙ্খের বিয়েতে সবাইকে আমন্ত্রণ।’ ব্যাকগ্রাউন্ডে ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র গান ‘যব তক তেরি আঁচ মে’...।

কার্ড দেখে হতবাক নেটিজেনরাই। খুশি সব্বাই। একজন মিষ্টি করে জানতেও চেয়েছেন, ‘সত্যি যাব’?
অনেক টানাপোড়েনের পর মোহর-শঙ্খের বিয়ে। বিয়ের অনুষ্ঠানেও ছিল একের পর এক ট্যুইস্ট। প্রথম দিকে মোহর জানতই না শঙ্খ তাকেই বিয়ে করছে। সঙ্গীত অনুষ্ঠানের শেষে আচমকা অসুস্থ হওয়ার পর শঙ্খ তাকে জানায় সবটা।

Advertisement

A post shared by 💕Mohor❤Shankha💕Loversland💞 (@mohorshankha_loversland)

আরও পড়ুন: ‘হিন্দুধর্ম বিরোধী’ অনুরাগ বসু! ট্রেন্ড হচ্ছে টুইটারে

স্টার জলসার পর্দা জুড়ে বিয়ের গন্ধ ম’ম করছে। ‘মোহর’ ধারাবাহিকে সঙ্গীত, আশীর্বাদ, গায়ে হলুদ পর্ব দেখানো হচ্ছে এক এক করে। ‘হিয়ান’ জুটির অভাব মেটাতে দর্শকেরাও আঁকড়ে ধরেছেন ‘মোহদীপ’কে। তারই ফলাফল এই ডিজিটাল বিয়ের কার্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement