সরকারের সমালোচনা করেও পিছু হঠলেন কোণঠাসা নেহা

সরকারের সমালোচনা করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিজেপি সরকারের কাজকে কটাক্ষ করে নিজের মত জানিয়েছিলেন নেহা ধুপিয়া। আর তাতেই কোণঠাসা হয়ে পড়লেন তিনি! বিতর্কের জেরে ঢোক গিলে নিজের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হলেন নায়িকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৫ ০০:০০
Share:

সরকারের সমালোচনা করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিজেপি সরকারের কাজকে কটাক্ষ করে নিজের মত জানিয়েছিলেন নেহা ধুপিয়া। আর তাতেই কোণঠাসা হয়ে পড়লেন তিনি! বিতর্কের জেরে ঢোক গিলে নিজের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হলেন নায়িকা।

Advertisement

নেহা জানিয়েছেন, কাউকে ছোট করা তাঁর উদ্দেশ্য ছিল না। টানা ব়ৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের দশা দেখে রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন তিনি। সাধারণ মানুষের দুর্দশা তাঁকে ভাবিয়েছিল। কিন্তু তিনি ব্যক্তিগত ভাবে কাউকে আঘাত করতে চাননি। সে জন্যই টুইটারে লিখেছিলেন, ‘বৃষ্টিতে থমকে আছে শহর। ভাল সরকার মানে সেলফি তোলা আর সকলকে যোগা করতে উত্সাহিত করা নয়, বরং সাধারণ মানুষকে নিরাপদ রাখাই তাদের কাজ।’ তাঁর দাবি ছিল, সাধারণ মানুষের অসুবিধার দিকে নজর দিচ্ছে না সরকার। বরং সেলফি তোলা বা যোগ দিবস পালনের মতো আপাততুচ্ছ বিষয়ে তাঁদের আগ্রহ। উল্টে তিনি বলেছেন, সরকারের ‘স্বচ্ছ ভারত অভিযান’ বা ‘যোগ-দিবসে’ তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।

‘সোজাসাপ্টা’ মন্তব্যের জেরে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা নেহার টুইটারে অশ্লীল ভাবে জবাব এসেছিল স্রোতের মতো। তাঁর নামে ‘বেশ্যাবৃত্তি’র কুত্‌সাও রটানো হয়েছিল। কেউ বলেছিলেন কেরিয়ারে ভাঁটা চলছে, ফের লাইমলাইটে আসার তাগিদেই তাঁর এ হেন মন্তব্য। কেউ নেহাকে ‘স্টুপিড’ বলে কটাক্ষ করেছিলেন। প্রশ্ন উঠছে, সকলেরই কি একই পরিণতি হবে? সরকারের সমালোচনা করলেই কি পিছু হটতে হবে সব স্তরে?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement