Neelam Kothari Soni

তিনি নাকি সমকামী, নিজেকে নিয়ে এমন গুজব শুনে কী বললেন নীলম

‘হাম সাথ সাথ হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘লভ ৮৬’, ‘খুদগর্জ’, ‘হত্যা’, ‘তাকতবর’-এর মতো সফল ছবিতে অভিনয় করেন তিনি। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ২২:৪৩
Share:

নীলম কোঠারি সোনি।

তিনি নাকি সমকামী! নিজেকে নিয়ে এমনই গুজব শুনেছিলেন অভিনেত্রী নীলম কোঠারি সোনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে এই গুজব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তিনি বললেন, ‘আমি নাকি আসলে সমকামী। যখন আমি নিজেকে নিয়ে এই কথা শুনলাম, আমি ভাবলাম এ ভাবেই হয় তো গুজব ছড়ায়। এই কথাটা কোথাও লেখা হয়নি। এক জনের মাধ্যমে আমার কাছে আসে।’

৮ এবং ৯-এর দশকের সফল অভিনেত্রী নীলম। ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘লভ ৮৬’, ‘খুদগর্জ’, ‘হত্যা’, ‘তাকতবর’-এর মতো সফল ছবিতে অভিনয় করেন তিনি। তবে সময়ের সঙ্গে নিজেকে বলিউড থেকে গুটিয়ে নিয়েছিলেন নীলম। একচেটিয়া ছবিতে কাজ করা এই অভিনেত্রীকে খুব কম দেখা যেত বড় পর্দায়। ২০১১ সালে তিনি অভিনেতা সমীর সোনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Advertisement

আরও পড়ুন: ৮ বছরের ছেলে চিকুর জন্মদিনে কী উপহার দিলেন মিমি?

এরপর দীর্ঘদিন তাঁকে বড় পর্দায় দেখা না গেলেও সম্প্রতি ফের তিনি অভিনয় করেছেন ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এ। এই সিরিজে নীলমের সঙ্গে রয়েছেন চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা পাণ্ডে, সঞ্জয় কপূরের স্ত্রী মহীপ এবং সোহেল খানের স্ত্রী সীমা খান। ইতিমধ্যেই সিরিজটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

Advertisement

আরও খবর: সৌজন্যর গানে মুগ্ধ গুনগুন, সাতপাকে বাঁধা পড়ে প্রেম শুরু?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement