Neel Bhattacharya

তৃণাকে খুব কাছে টেনে নিলেন নীল! শুরু হল পুজোর প্রেম

পুজোর আগে এই ‘প্রেম প্রেম’ মরশুমে কাছাকাছি তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ২১:৪৫
Share:

তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য।

তাঁরা কী প্রেমিক-প্রেমিকা? নাকি শুধুই ‘বন্ধু’?

Advertisement

এ প্রশ্নের উত্তর মেলা বিষম দায়!

কথা হচ্ছে নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার। বহুদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যায় টলিপাড়ার অলিগলিতে। দু’জনেই যদিও এই বিষয়ে ‘স্পিকটি নট’। আপাতত বন্ধুত্বের ট্যাগ ঝুলিয়ে রেখেছেন সম্পর্কে। তবে দু’জনের হাবভাব দেখে পুরো বিষয়টা এক্কেবারে তালগোল পাকিয়ে যাওয়ার জোগাড়!

Advertisement

পুজোর আগে এই ‘প্রেম প্রেম’ মরশুমে কাছাকাছি তাঁরা। তৃণাকে কাছে টেনে নিলেন নীল। ভালবেসে বন্দি করলেন বলিষ্ঠ আলিঙ্গনে। চোখে চোখ। না বলেও যেন অনেক কথা বললেন দুই ‘বন্ধু’। ঠোঁটের কাছে ঠোঁট এগোল। আলতো হাসি এঁকে আবার দূরত্ব মেপে নিলেন দুজনে। তাঁরা কি কিছু বলতে চাইছেন? না বলা কথাগুলো বেরিয়ে আসতে চাইছে বার বার? হয় তো তাই দু’জনের একে অপরের কাছে আবদার ‘বোল না হলকে হলকে’।

নাহ! কোন ছবির বা ধারাবাহিকের রোম্যান্টিক দৃশ্যের কথা হচ্ছে না। দু’জনের এই প্রেম পর্ব দেখা গেল নীলের ইনস্টাগ্রাম পেজে। সেখানে ‘ঝুম বরাবর ঝুম’ ছবির ‘বোল না হলকে হলকে’ গানে নীল এবং তৃণা ফুরফুরে প্রেমের আমেজ ছড়িয়ে দিলেন অনুরাগীদের কাছে।

Bol Halke Halke❤️❤️ @trinasaha21 #feelitreelit #bollywood #igdurgapujo #goneel

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya) on

তাঁদের মন মজেছে রং মিলান্তিতে। নীল সাদা আর লাল শেরওয়ানিতে বরাবরের মতো নজর কেড়েছেন। অন্য দিকে একই রঙের লম্বা ঝুলের ড্রেসে তৃণা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’।

আরও পড়ুন: ‘নিখিল-নুসরতকে দেখানো উচিত ছিল’, বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে ট্রোলড তারকা দম্পতি

মুখে তাঁরা বন্ধুত্বের কথা আওড়ালেও, তাঁদের রসায়ন কিন্তু অন্য সমীকরণের গল্প বলে।

আরও পড়ুন: মাত্র ১১ টাকায় 'গুমনামি' থেকে 'ছিঁচোড়ে! খুলে যাচ্ছে মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement