পুনরাবৃত্তিতে রাজি নন নওয়াজউদ্দিন

তাঁর অভিনীত চরিত্রগুলো কি পুনরাবৃত্তির চক্রে পড়ে যাচ্ছে? আর দর্শকরা চাইছেন তিনি বার বার একই চরিত্রে অবতীর্ণ হন? এই মুহূর্তে নওয়াজউদ্দিন সিদ্দিকি বেশ চিন্তিত তাঁর স্ক্রিন-অবস্থান নিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০০:০৩
Share:

তাঁর অভিনীত চরিত্রগুলো কি পুনরাবৃত্তির চক্রে পড়ে যাচ্ছে? আর দর্শকরা চাইছেন তিনি বার বার একই চরিত্রে অবতীর্ণ হন? এই মুহূর্তে নওয়াজউদ্দিন সিদ্দিকি বেশ চিন্তিত তাঁর স্ক্রিন-অবস্থান নিয়ে। সম্প্রতি নওয়াজ জানিয়েছেন, তিনি কোনওভাবেই নিজেকে পুনরাবৃত্ত করতে ইচ্ছুক নন। দর্শক যাতে তাঁর অভিনীত প্রতিটি চরিত্রের মধ্যে নতুন মাত্রা পান, সে বিষয়ে তিনি সচেতন থাকতে চান।

Advertisement

৪১ বছর বয়সী অভিনেতা তাঁর আগামী ছবি ‘মাঁজি: দ্য মাউন্টেন ম্যান’-এর প্রোমোশন উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জানান, ‘গ্যাংগস অফ ওয়াসিপুর’-এর পর থেকে প্রযোজক, পরিচালকরা তাঁকে বার বার গ্যাংগস্টারের ভূমিকাতেই দেখতে চাইছিলেন। তিনি সেই সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন আসা মাত্রই। ‘মাউন্টেন ম্যান’ নামে পরিচিত গয়া জেলার গেহলুর গ্রামের দশরথ মাঁজির চরিত্র এই সব আর্কিটাইপের থেকে বহুদূরে। স্ত্রীর মৃত্যুর পরে সেই মানুষটি চেয়েছিলেন তাঁর গ্রামের মানুষের চিকিৎসা বাধামুক্ত হোক। এ কারণে দশরথ ২২ বছরের পরিশ্রমে একাই একটা পাহাড়কে কেটে রাস্তা তৈরি করেছিলেন।

নওয়াজ দশরথকে সম্রাট শাহজাহানের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, শাহজাহান জাঁর স্ত্রী মমতাজের জন্য তাজমহল তৈরি করেছিলেন ২২ বছরেই। তফাত একটাই, শাহজাহান ছিলেন সম্রাট আর দশরথ একজন দরিদ্র মানুষ, একখানা হাতুড়ি ছাড়া যাঁর অন্য কোনও সম্বল ছিল না।

Advertisement

সম্প্রতি অমিতাভ বচ্চন তাঁর সঙ্গে অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এতে নওয়াজও আগ্রহী। সাংবদিকদের সে কথাও জানালেন ‘কিক’-এর অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement