Sudiptaa Chakraborty

‘আমি কোভিড পজিটিভ’... সোশ্যাল মিডিয়ায় জানালেন সুদীপ্তা

খুব স্বাভাবিক ভঙ্গিতে অসুস্থতার কথা সামনে এনেছেন সুদীপ্তা, ‘‘জীবন কত চমকে ভরা। আমিও কোভিড পজিটিভ! পরীক্ষার ফল ইতিবাচক এসেছে।’’

Advertisement

নিদস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ২২:২২
Share:

সুদীপ্তা।

টলিপাড়ায় ফের কোভিডের হানা । এ বার আক্রান্ত জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সুদীপ্তা চক্রবর্তী। কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, তিনি কোভিড পজিটিভ। বিষয়টিকেও তিনি ভীষণ ‘পজিটিভ’ ভাবেই নিয়েছেন।

Advertisement

সোশ্যাল পেজে কী জানিয়েছেন ‘বাড়িওয়ালি’-র নায়িকা? খুব স্বাভাবিক ভঙ্গিতে অসুস্থতার কথা সামনে এনেছেন সুদীপ্তা, ‘‘জীবন কত চমকে ভরা। আমিও কোভিড পজিটিভ! পরীক্ষার ফল ইতিবাচক এসেছে।’’

তার পরেই তিনি আশ্বস্ত করেছেন কাছের মানুষদের, ‘‘বন্ধুরা অযথা কেউ আতঙ্কিত হবেন না। আমি ঠিক আছি। জ্বর নেই, শরীরে ব্যথা নেই, শ্বাসকষ্টও নেই। শুধুই অল্প নাক বন্ধ। আর স্বাদহীনতা। এটুকুই।’’

Advertisement

স্বামী, ছোট্ট মেয়েকে সংক্রমণমুক্ত রাখতে গত ৪ দিন ধরে গৃহবন্দি রয়েছেন সুদীপ্তা। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ নিচ্ছেন।

আরও পড়ুন: ব্যোমকেশ, ফেলুদা, সোনাদা, এ বার ৪০! আবীর এখন চান ব্যাক কাউন্টিং

সোশ্যাল পেজে আরও জানিয়েছেন, সু্স্থই আছেন স্বামী, মেয়ে। ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী ৪-৫ দিন পরে টেস্ট হবে তাঁদেরও।

আরও পড়ুন: মাথার উপর সবুজের চাঁদোয়া, খোলা চুলে মিমি ‘প্রকৃতি কন্যা’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement