নাসিরউদ্দিন শাহ। —ফাইল চিত্র।
স্পষ্ট কথা বলার জন্য বলিউডে আলাদা একটা পরিচিতি আছে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের। সিংহভাগ সময়েই তাঁর বলা কথা নিয়ে চর্চা হয়। কিন্তু নিজের মতামত থেকে কখনও পিছু হটেননি তিনি। সম্প্রতি ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানালেন, বলিউডের সিনেমা নিয়ে তিনি হতাশ। বরং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ভাল কাজ হচ্ছে বলেই তিনি মনে করেন।
নাসিরুদ্দিন বলেন, “গত ১০০ বছর ধরে একই রকম সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। এতগুলি বছর পেরিয়ে এসেও বিশেষ বদল নেই। একই ধাঁচের গল্প এবং বানানোর পদ্ধতিও এক রকম। ঠিক এই কারণে হিন্দি ছবি দেখা বন্ধ করে দিয়েছি।”
প্রতি বছর অনেকগুলি হিন্দি ছবিই মুক্তি পায়। কোনওটি আবার ভাল ব্যবসাও করে। এ প্রসঙ্গে ‘মাসুম’ খ্যাত অভিনতা বলেন, “কিছু সিনেমা হিট করে, কারণ সেগুলির সঙ্গে দর্শক নিজেকে মেলাতে পারে। কিন্তু বাণিজ্যসফল মানেই এই নয় যে, সিনেমা গুণমানের দিক থেকে ভাল।”