Adil Hussain

Naseeruddin-Adil-Nandita: এক ছবিতে নাসিরুদ্দিন, আদিল ও নন্দিতা, শ্যুটিং হল সেন্ট জেভিয়ার্স, ঢাকুরিয়া লেকে

বারো দিন ধরে সেন্ট জ়েভিয়ার্স কলেজ, শ্যামবাজার এলাকার পুরনো একটি বাড়ি, ঢাকুরিয়া লেকে চলছিল শুটিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ০৬:৪১
Share:

নাসিরুদ্দিন এবং নন্দিতা

সিনেম্যাটোগ্রাফার-পরিচালক রঞ্জন পালিতের দ্বিতীয় ছবি ‘আ নক অন দ্য ডোর’-এর শুট শেষ হল শুক্রবার। বারো দিন ধরে সেন্ট জ়েভিয়ার্স কলেজ, শ্যামবাজার এলাকার পুরনো একটি বাড়ি, ঢাকুরিয়া লেকে চলছিল শুটিং। মুখ্য চরিত্রে আদিল হুসেন এবং অমৃতা চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে রয়েছেন নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, নন্দিতা দাশ, ইমাদ শাহ এবং অনুপ্রিয়া গোয়েঙ্কা। এটি সাইকোলজিক্যাল থ্রিলার।

Advertisement

বিশাল ভরদ্বাজের ‘সাত খুন মাফ’, ‘পটাখা’, দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘গোস্ট স্টোরিজ়’-সহ একাধিক মূল ধারার এবং অন্য ধারার হিন্দি ছবিতে সিনেম্যাটোগ্রাফির কাজ করেছেন রঞ্জন। তাঁর প্রথম পরিচালিত ছবি ছিল ‘লর্ড অব দি অরফ্যানস’। নতুন ছবির নামও ইংরেজিতে। এর কারণ জিজ্ঞেস করায় পরিচালক বললেন, ‘‘এই ছবিতে বাংলা ও ইংরেজি ভাষা ব্যবহার করা হয়েছে। ‘আ নক অন দ্য ডোর’ নামটার মধ্যে নাটকীয়তা রয়েছে।’’

ছবিতে আদিল-অমৃতা

আদিল ও অমৃতার জুটি সম্পর্কে রঞ্জনের মন্তব্য, ‘‘ওরা পছন্দের শিল্পী। প্রথম ছবিতে বাবা-মেয়ের চরিত্রে ছিল। এই ছবিতে প্রফেসর দম্পতির ভূমিকায়।’’ আসলে ছবিতে হরি চৌধুরী (আদিল) এবং রমোনা বসু (অমৃতা) প্রফেসর-ছাত্রী। তাঁদের পঞ্চম বিবাহবার্ষিকীর দিন দরজায় আচমকা শোনা যায় একটি ‘নক’! বদলে যায় ঘটনাপ্রবাহ। এই ছবির প্রযোজনা-সিনেম্যাটোগ্রাফির দায়িত্বেও রঞ্জন। নাসিরুদ্দিন এবং রত্না ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘‘খাওয়াদাওয়ার সঙ্গে যে ভাবে ক’দিন শুট হল, মনে হচ্ছিল না কাজ করছি! রঞ্জন কী ভাবে পুরো ছবিটা সাজায়, আমরা দেখতে আগ্রহী।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement