ফাইল চিত্র।
বলিউড গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোকবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
টুইটারে প্রধানমন্ত্রীর শোকবার্তায় লেখা হয়েছে, ‘জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অকালমৃত্যুর খবরে মর্মাহত। সব প্রজন্মের শ্রোতাদের আবেগ-অনুভূতি ছুঁয়ে যেত তাঁর গান। শিল্পীর গানেই তাঁকে চিরকাল মনে রাখব আমরা। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।’
কলকাতায় একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কেকে। অনুষ্ঠান শেষে শহরের একটি হোটেলে যাওয়ার পরে অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৫৪ বছরের নেপথ্যগায়ককে। সুরের শহরেই শেষ গান গেয়ে চিরতরে হারিয়ে গেলেন গানের মানুষ।