Nana Patekar

Nana Patekar: এই প্রথম ওয়েব সিরিজে নানা, থাকছেন প্রকাশ ঝা-র ‘লাল বাত্তি’তে

এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করছেন নানা পটেকর। প্রকাশ ঝা-র পরিচালনায় অভিনয় করবেন রাজনীতিকের চরিত্রে।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১৯:৪৬
Share:

হিন্দি ছবিতে নানা পটেকরকে আবার দেখা যাবে— বলিউডের হাওয়ায় মাঝেমাঝেই এ খবর ঝড় তোলে, আবার থেমেও যায়। কিছু দিন আগেই শোনা গিয়েছিল, রহস্য-রোমাঞ্চধর্মী ছবি ‘দ্য কনফেশন’-এ আবার অভিনয় করছেন নানা। সে গুঞ্জন থামেনি এখনও। তবে মুম্বই সংবাদমাধ্যমের পাওয়া এ বারের খবরে সিলমোহর পড়েছে। সংবাদ সংস্থার দাবি, প্রকাশ ঝা-র ‘লাল বাত্তি’ ওয়েব সিরিজে এই প্রথম ওটিটি মঞ্চে পা রাখছেন অভিনেতা।এ দিকে বিষয়টি নিয়ে এখনও মুখে কুলুপ প্রকাশের। তবে সিরিজে অভিনয়ের কথা কবুল করেছেন নানা। সংবাদ সংস্থাকে অভিনেতা বলেছেন, ‘‘আমি ‘লাল বাত্তি’-তে অভিনয় করছি।’’ সূত্রের খবর, ‘লাল বাত্তি’ সিরিজেও গল্পের কেন্দ্রে রাজনীতির অন্ধকার জগৎ। নানাকে দেখা যাবে এক রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে। সাম্প্রতিক অতীতে ‘ওয়েডিং অ্যানিভার্সারি’ ও রোহিত শেট্টির ‘গোলমাল রিটার্নস’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

Advertisement

তবে সিরিজে কাজ এই প্রথম। প্রকাশ-নানার জুটি শেষ বার কাজ করেছিল ২০১০ এ, ‘রাজনীতি’ ছবিতে। এক রাজনৈতিক পরিবারের ক্ষমতা দখলের কাহিনিতে এক কূটনীতিকের চরিত্রে ছিলেন নানা। তারকা খচিত এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কপূর, অজয় দেবগণ, নাসিরুদ্দিন শাহ, মনোজ বাজপেয়ী ও ক্যাটরিনা কইফ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement