নমিত
পর্দায় হাসিখুশি চনমনে চরিত্রেই বেশি দেখা যায় নমিত দাসকে। কখনও নায়কের ক্লাসমেট কিংবা কখনও পাশের বাড়ির ছেলেটি। তবে রাম মাধবানী পরিচালিত ওয়েব সিরিজ় ‘আরিয়া’তে ধূসর চরিত্রে দেখা যাবে তাঁকে। যখন অডিশন দিয়েছিলেন, তখন নমিত জানতেন না সুস্মিতা সেন রয়েছেন প্রজেক্টে। ‘‘যখন অডিশনের ডাক পাই, সেই সময়ে ‘আ সুটেবল বয়’-এর শুটিং চলছিল। যে চরিত্রটা দেওয়া হল, দর্শক সে চরিত্রে খুব বেশি দেখেননি আমায় এর আগে। স্ক্রিপ্ট পড়ে অবাক হয়ে প্রশ্ন করেছিলাম, ‘আপনারা আমাকেই এই চরিত্রটার জন্য ভেবেছেন তো?’ পরে পরিচালকের ইন্টারপ্রিটেশন শুনে চ্যালেঞ্জটা নিয়েই নিলাম,’’ বললেন নমিত।
‘আরিয়া’কে সুস্মিতা সেনের ‘কামব্যাক’ বলতে রাজি নন নমিত। ‘‘ওয়ন্স অ্যান আর্টিস্ট, অলওয়েজ় অ্যান আর্টিস্ট। ওঁর একটা ‘অরা’ রয়েছে, তবে শুটিংয়ের সময়ে কখনও মনে হয়নি ‘দ্য সুস্মিতা সেন’-এর সঙ্গে কাজ করছি, সেটে এতটাই কমফর্টেবল রাখতেন সকলকে। জীবনে অনেক কঠিন সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন, নিজের শর্তে বেঁচেছেন, সেগুলোর কোনওটাই তাঁর ব্যবহারে বোঝা যাবে না,’’ শুটিংয়ের অভিজ্ঞতা মনে করলেন নমিত। সিরিজ়ে আরিয়ার সঙ্গে টক্কর দিতে দেখা যাবে জওহর, অর্থাৎ নমিতকে। তবে নিজের চরিত্রটিকে টিপিক্যাল ‘অ্যান্টাগনিস্ট’ বলতে রাজি নন তিনি। ‘ওয়েক আপ সিড’ কিংবা ‘সুমিত সামহাল লেগা’র সেই মিষ্টি ছেলেটিকে যে ‘আরিয়া’য় খুঁজে পাবেন না দর্শক, এ ব্যাপারে কথা দিচ্ছেন অভিনেতা নিজেই।
তবে তাঁর গলা থেকে হাসি মিলিয়ে গেল পুরনো কথা উঠতেই। নমিত নিজে থিয়েটার থেকে এসেছেন। তখনকার কথা বলতে গিয়ে উঠে এল সুশান্ত সিংহ রাজপুতের কথা। এক বন্ধু তার নাটকের ড্রাই রান দেখতে ডেকেছিলেন নমিতকে, যে নাটকে ছিলেন সুশান্ত। ‘‘অসম্ভব উদ্যমী, আত্মবিশ্বাসী একটা ছেলেকে দেখেছিলাম সে দিন। সামওয়ান হু ওয়জ় ভেরি গুড উইথ হিজ় বডি— সুশান্তকে দেখে প্রথম এই ভাবনাটাই মাথায় এসেছিল। তার পরে ওর একের পর এক ছবি, স্টারডম... পরবর্তী কালে যখনই কোথাও দেখা হয়েছে, সেই ছেলেটিকেই খুঁজে পেতাম। একই রকম প্রাণবন্ত, কনফিডেন্ট। একটা ট্যালেন্টের মৃত্যু হল,’’ ভারী হয়ে এল তাঁর কণ্ঠ।
এক দশকের বেশি সময় ধরে কাজ করলেও এখনকার মতো সার্ভাইভালের চ্যালেঞ্জ নিয়ে চলতে হয়নি প্রতি মুহূর্তে। এখন প্রত্যেক দিন রাতে বাড়ি থেকে ‘আ সুটেবল বয়’-এর ডাবিং করছেন নমিত। জুলাইয়ের শেষ কিংবা অগস্টের শুরুর দিকে তা রিলিজ়ের জন্য তৈরি হয়ে যাবে বলে আশা অভিনেতার। বিদেশে বিবিসি ওয়ানে মুক্তি পাবে ‘আ সুটেবল বয়’, যার মুখ্য চরিত্রে রয়েছেন তব্বু-ঈশান খট্টর। মুম্বইয়ে এখনও শুটিং শুরুর অনুমতি মেলেনি, তাই আর সকলের মতোই কাজে ফেরার অপেক্ষায় নমিতও। ফোন রাখার আগে বললেন, ‘‘দিস ক্যান নট বি নিউ নর্ম্যাল।’’
আরও পড়ুন: প্রশংসায় পঞ্চমুখ