Samantha Ruth Prabhu

‘সামান্থাকে পাঠাতে হবে রাজনৈতিক নেতার কাছে’, বিতর্কে আইনি পদক্ষেপ নাগার্জুনের

নাগার্জুনের বহুতল ভাঙা হবে না একটাই শর্তে। সামান্থাকে রাজনৈতিক নেতার কাছে পাঠাতে হবে! কোন ঘটনা প্রকাশ্যে আনলেন তেলেঙ্গনার মন্ত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ ১৭:১৯
Share:

সামান্থা রুথ প্রভু ও নাগার্জুন। ছবি: সংগৃহীত।

সম্প্রতি নতুন জীবন শুরু করেছেন নাগা চৈতন্য। কিন্তু এর মধ্যেই বিতর্কে জড়াল তাঁর নাম। প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর বিচ্ছেদের নেপথ্যে রাজনৈতিক কারণ! সম্প্রতি এমনই মন্তব্য করেছেন তেলঙ্গানার মন্ত্রী কোন্ডা সুরেখা। তাঁর দাবি, তৎকালীন মন্ত্রী কেটি রামা রাওয়ের জন্যই বিচ্ছেদ হয়েছে নাগা চৈতন্য ও সামান্থার। এই মন্তব্যে ফুঁসে উঠেছেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন।

Advertisement

কোন্ডা সুরেখার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে নাগার্জুন ও তাঁর পরিবার। মন্ত্রী কেটি রামা রাও-ও একটি আইনি নোটিস জারি করেছেন। তাঁর দাবি, অবিলম্বে এই মন্তব্য ফিরিয়ে নিতে হবে কোন্ডা সুরেখাকে। আক্কিকেনি পরিবারও আইনি নোটিস প্রস্তুত করছে কোন্ডা সুরেখার বিরুদ্ধে। তেলুগু ফিল্ম চেম্বারের পক্ষ থেকেও একটি আইনি নোটিস জারি করা হয়েছে।

এই প্রসঙ্গে নাগার্জুন সংবাদমাধ্যমকে বললেন, “আমি এখন ভাইজ়্যাগে রয়েছি। তবে দ্রুত হায়দরাবাদে ফিরছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।” আইনি পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, “অবশ্যই আইনি পদক্ষেপ করব। আমরা কোনও ভাবেই এটা ছেড়ে দেব না। আমি আইনজীবীদের সঙ্গে নিয়ে শহরে ফিরছি।”

Advertisement

ঠিক কী বলেছেন কোন্ডা সুরেখা? কেটিআর-এর (কেটি রামা রাও) ইন্ধনেই নাকি বিবাহবিচ্ছেদ হয়েছে নাগা চৈতন্য ও সামান্থার। নাগার্জুনই নাকি সামান্থাকে কেটিআর-এর কাছে যেতে বাধ্য করতে চাইছিলেন রাজনৈতিক স্বার্থে। কিন্তু শেষ পর্যন্ত সামান্থা নাকি রাজি হননি। এই জন্যই সামান্থা বিচ্ছেদের পথ বেছে নিতে বাধ্য হন।

মূল সমস্যার সূত্রপাত এন কনভেনশন সেন্টার থেকে। এটির মালিকানা ছিল নাগার্জুনের কাছে। হায়দরাবাদ বিপর্যয় মোকাবিলা দফতর থেকে এই বহুতলের একাংশ ভেঙে ফেলা হয় অগস্টে। কেটিআর নাকি বলেছিলেন, এই কনভেনশন সেন্টার ভাঙা হবে না একটাই শর্তে। সামান্থাকে তাঁর কাছে পাঠাতে হবে! কিন্তু শেষ পর্যন্ত সায় দেননি সামান্থা। কোন্ডা সুরেখার এই দাবিতেই চটেছে আক্কিকেনি পরিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement